X
বুধবার, ১৭ আগস্ট ২০২২
২ ভাদ্র ১৪২৯

প্রযোজনায় বিএফডিসি, নির্মাণে রাজু-দীপন

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৬:৫৫আপডেট : ২১ জুন ২০২২, ২০:৫০

গত ১৫ জুন ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের ঘোষণা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে ব্যক্তি পর্যায়ে ১৯ প্রযোজক পান এই সুবিধা। এবার সেই ঘোষণার বাইরেও আরও দুটি চলচ্চিত্রের নাম এলো। যেগুলো প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

আজ (২১ জুন) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অনেকটাই চমকপ্রদভাবে বিষয়টি সামনে এসেছে। সিনেমা দুটি হলো ‘আকাশ যুদ্ধ’ (মুক্তিযুদ্ধভিত্তিক), যেটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। ছবিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা।

অন্য সিনেমার নাম ‘চাদর’। জাকির হোসেন রাজুর পরিচালনার এ ছবিটি পাচ্ছে ৭০ লাখ টাকা।

বিষয়টি নিয়ে কথা বলেন ‘চাদর’ ছবির প্রযোজক জাকির হোসেন রাজু। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অনুদানের বিষয়টি আমি আজকেই জানতে পারলাম। বেশ কিছু দিন আগে এফডিসিতে স্ক্রিপ্ট জমা দিয়েছিলাম। এরপর আজ প্রজ্ঞাপন দেখলাম। বিস্তারিত তারা ভালো বলতে পারবেন।’

খোঁজ নিয়ে জানা যায়, অনুদানের জন্য এফডিসি আলাদাভাবে দুটি ছবির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। সেটিই গ্রহণ করে অনুদান ঘোষণা করা হয়েছে।

ছবি দুটির নির্মাণ প্রক্রিয়া ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত অন্যান্য ছবির মতোই হবে। 

রাজু জানান, তার সিনেমা কবে শুরু হবে, কারা অভিনয় করবেন, কোনও কিছুই ঠিক হয়নি এখনও।

অন্যদিকে দীপংকর দীপন বলেন, ‘‘৩৫ বছর পর এফডিসি আবারও সিনেমা প্রযোজনায় ফিরছে। ‘গোলাপি এখন ট্রেনে’সহ অনেক প্রশংসিত ছবি আছে তাদের ভাণ্ডারে। তারা চায় আরও দুটি ভালো ছবি দিয়ে প্রয়োজনায় ফিরতে। কর্তৃপক্ষ এরমধ্যে আমাকে বেছে নেওয়ায় খুবই সম্মানিত বোধ করছি।’’

চলতি বছরের শেষে শীতের মধ্যে ‘আকাশ যুদ্ধ’র কাজ শুরু করতে চান তিনি। মুক্তিযুদ্ধের অসীম এক সাহসিকতার গল্প বলা হবে এতে। 

১৫ জুন ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদাপ্রাপ্ত ছবির ঘোষণা দেওয়া হয়। সেখানে স্থান পেয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

/এম/এমএম/এমওএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
অনেক মামলা ঝুলে আছে নিম্ন আদালতে
অনেক মামলা ঝুলে আছে নিম্ন আদালতে
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
ইউক্রেন সফরে আসছেন এরদোয়ান ও গুতেরেস
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার
এ বিভাগের সর্বশেষ
বিষয় হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেন দীঘি
বিষয় হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেন দীঘি
‘ডিম খাওয়া বন্ধ’ করার কথা বলে তোপের মুখে ওমর সানী
‘ডিম খাওয়া বন্ধ’ করার কথা বলে তোপের মুখে ওমর সানী
প্রিয়াঙ্কার মেয়ের জন্য তিন দেহরক্ষী!
প্রিয়াঙ্কার মেয়ের জন্য তিন দেহরক্ষী!
মা হওয়ার সুখবর দিলেন বিপাশা
মা হওয়ার সুখবর দিলেন বিপাশা
এতদিন আপন মনে করা অনেকেই আমার আপন ছিল না: শাকিব
এতদিন আপন মনে করা অনেকেই আমার আপন ছিল না: শাকিব