X
সোমবার, ২৭ জুন ২০২২
১৩ আষাঢ় ১৪২৯

অস্ট্রেলিয়া থেকে ‘সাহস’ জোগাচ্ছেন শাবনূর

আপডেট : ২২ জুন ২০২২, ২০:৫৩

স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন ভাসছে সিলেট বিভাগ। পানিবন্দি হয়ে পড়েছেন ৩৫ লাখ মানুষ।

এবার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সুদূর অস্ট্রেলিয়া থেকে পাঠালেন বার্তা, দিলেন সাহস। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। 

এই চিত্রনায়িকা বলেন, ‘বন্ধুরা আমি সবার উদ্দেশে কিছু কথা বলতে চাই। আমি ইদানীং দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে। আবার এ কথাও সত্যি যে আমরা সবাই একে অপরের চেনামুখ। দিন শেষে আমাদের সকলের চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরকেই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ-ক্ষোভ পেছনে ফেলে নিজেদেরকে সুন্দর জীবনমুখী করে তুলি।’

ভালো কাজে অন্যদের উৎসাহ দিয়ে তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সকলে যেন বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়াই। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।’

যদিও প্রবাস থেকে তিনি কোনও অর্থনৈতিক সহায়তা দিয়েছেন কিনা, সেটি জানা যায়নি।

প্রসঙ্গত, শাবনূর এক দশক ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সবশেষ ২০১৫ সালে মুক্তি পায় তার ‘পাগল মানুষ’ সিনেমা। এরপর বহুবার ফেরার কথা বললেও তাকে আর পর্দায় পাওয়া যায়নি।

/এম/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বিদ্যালয়ের আবাসিক ভবনে ছাত্রের লাশ: ২ শিক্ষক আটক
বিদ্যালয়ের আবাসিক ভবনে ছাত্রের লাশ: ২ শিক্ষক আটক
কেকের মৃত্যুর পর নজরুল মঞ্চে গাইলেন সনু
কেকের মৃত্যুর পর নজরুল মঞ্চে গাইলেন সনু
ঈদের পোশাক নিয়ে এসেছে ‘সারা’
ঈদের পোশাক নিয়ে এসেছে ‘সারা’
টিভিতে আজ
টিভিতে আজ
এ বিভাগের সর্বশেষ