X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দমকা ‘হাওয়া’য় চলছে ‘পরাণ’ ঝড়!

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৬:১২আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:০০

‘পরাণ’ ঝড়ের ভেতরেই ঢালিউডে বইছে এখন থেমে থেমে দমকা ‘হাওয়া’। ঈদের তৃতীয় সপ্তাহে সাধারণত সিনেমা পাড়ায় কিছুটা ধীর অবস্থা চলে আসে। তবে এবার বদলে গেলো আবহাওয়া! 

মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’ মুক্তির আগেই বেশ ভালো প্রভাব ফেলেছে। ঈদের তৃতীয় সপ্তাহে (২৯ জুলাই) ছবিটি মুক্তি পেতে যাওয়ায় এখনও প্রেক্ষাগৃহগুলো সরগরম। বিশেষ করে, দেশের অভিজাত চেইন স্টার সিনেপ্লেক্সের মতো আধুনিক প্রেক্ষাগৃহগুলো লুফে নিয়েছে ‘হাওয়া’। 

তবে এই দমকা ‘হাওয়া’র মধ্যেও থেমে নেই ‌রায়হান রাফির ‘পরাণ’ ঝড়। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটিকে ঘিরে তৃতীয় সপ্তাহেও ভালো আগ্রহ আছে দর্শকদের। 

রাজধানীর স্টার সিনেপ্লেক্স ২৯ জুলাই প্রথম সপ্তাহে প্রতিদিন ‘হাওয়া’র ২৬টি করে শো পরিচালনা করবে। পাশাপাশি প্রেক্ষাগৃহটি ‘পরাণ’ দেখাবে ১৬টি স্ক্রিনে।

বিষয়টি নিয়ে প্রেক্ষাগৃহটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‌‘বাংলা ছবির জোয়ার চলে এসেছে। যারা অভিযোগের সুরে বলেন, বাংলা ছবির দর্শক নেই, তাদের ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। ভালো বাংলা ছবি হলে দর্শকরা অবশ্যই তা দেখেন। এ কারণে তৃতীয় সপ্তাহেও দর্শকরা অগ্রিম বুকিংয়ে দুটো ছবিরই টিকিট কাটছেন।’

এদিকে জানা যায়, শুধু ‘হাওয়া’ই নয়, ‘পরাণ’র টিকিটও পেতে কষ্ট করতে হচ্ছে দর্শকদের। তৃতীয় সপ্তাহে এসেও শুক্রবারের (২৯ জুলাই) সব টিকিট শেষ হয়ে গেছে। শনিবারটাও প্রায় একই অবস্থা।

‘পরাণ’ রায়হান রাফীর তৃতীয় চলচ্চিত্র। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোশান। ছবিটি এখন ৫৫টি প্রেক্ষাগৃহে চলছে।

অন্যদিকে ‘হাওয়া’ দেশের ২৪টি প্রেক্ষাগৃহে আগামীকাল (২৯ জুলাই) মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

দুটো ছবিরই একটি করে গান সুপারহিট। এরমধ্যে ‘পরাণ’ ছবির ‘চলো নিরালায়’ এবং ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
এ সপ্তাহের ছবি১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা