X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পরী-রাজের ঘরে নতুন অতিথি আসছে ২৮ আগস্ট!

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ২০:১১আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২০:১১

পরী-রাজ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি। তাকে বরণ করতে রাজ্যের শপিং আর পরিকল্পনা এই দম্পতির। যার বহিঃপ্রকাশ ঘটেছে সোশ্যাল হ্যান্ডেলেও। চুটিয়ে শপিং করছেন তারা।

তবে এতোদিন জানা যায়নি আগমনের স্পষ্ট তারিখ। এবার সেটিও জানালেন পরী। গত মঙ্গলবার শরিফুল রাজকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এই হবু মা। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান দুজনেই সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন অতিথি আগমনের সম্ভাব্য তারিখও।  

পরীমণি বলেন, ‘চিকিৎসকরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ২৮ আগস্ট। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি মা, খালাসহ অনেকেই আমার বাসায় এসেছেন। এর মধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে ও। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি এখন। অপেক্ষা শুধু অতিথির।’

অতিথির জন্য তুলতুলে বিছানা কিনছেন রাজ-পরী এদিকে অধীর আগ্রহ নিয়ে অনেকেই জানতে চাইছেন, ছেলে নাকি মেয়ে আসছে তাদের ঘরে? বিষয়টি নিয়ে টুঁ-শব্দটি করছেন না তারা। কিন্তু এবার স্পষ্টই ইঙ্গিত মিললো, তাদের ঘরে আসছে পুত্রসন্তান। ২ আগস্ট পরীমণি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে আছে নতুন অতিথির জন্য কেনা পোশাকসহ নানা সামগ্রী। 

সে ছবিতে খুঁজে পাওয়া যায়নি কন্যাসন্তানের কোনও পোশাক। কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করে পরীমণি লেখেন, ‘তার আসার আয়োজন’।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজ-পরীর এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, তাদের ঘরে পুত্রসন্তান আসছে। তেমনটাই প্রস্তুতি দেখা যাচ্ছে। 

নতুন অতিথির জন্য শপিং প্রসঙ্গে পরীমণি বলেন, ‘লাস্ট উইক থেকে আমাদের পুচকুর জন্যে কেনাকাটা শুরু করেছি। ঢাকার মধ্যে মোটামুটি সবকটি বেবি শপ শেষ করেছি।’

পরী আগেই জানিয়েছেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। আশা করা যাচ্ছে, রাজ্যর জন্যই তাদের এতো শপিং ও অপেক্ষা।

উল্লেখ্য, পরিচালক গিয়াস উদ্দীন সেলিমের ছবি ‘গুণিন’র সেটে শরীফুল রাজ ও পরীমণির প্রেম শুরু। সেই প্রেম গত বছরের ১৭ অক্টোবর বিয়েতে গড়ায়। সন্তানের খবরটি তারা দেন চলতি বছরের জানুয়ারি মাসে। অতিথির সকল সামগ্রী

/এমএম/
সম্পর্কিত
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়