X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তরুণী অপহরণের গল্প নিয়ে সিনেমা

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৫:২৫আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৭:৩৫

একই বিশ্ববিদ্যালয় থেকে পর পর তিন জন মেয়ে নিখোঁজ হয়েছে। কেউ একজন টার্গেট করছে তরুণীদের। মঞ্জুর ধারণা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার। কিন্তু শুধু ধারণার ওপর ভর করে সে কি বাঁচাতে পারবে লাবণীকে?
 
এমন এক রহস্য-ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘শুক্লপক্ষ’। ১১ আগস্ট রাত ৮টায় চরকিতে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত এই সিনেমাটি। 

‘শুক্লপক্ষ’র মূল চরিত্রগুলোর মধ্যে অন্যতম একজন খাইরুল বাসার। তিনি বলেন, ‘হিংসা, প্রেম, অসহায়ত্ব, ক্ষমতা আর বর্বরতার এক দারুণ দ্বান্দ্বিক উপস্থাপন আছে এই গল্পে। আমার ধারণা, দর্শকরা গল্পের প্রতি পৃষ্ঠায় বিস্মিত হবেন।’ 

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কিছু দিন আগেই চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’ দেখা গেছে তাকে। তবে ‘শুক্লপক্ষ’ই তার প্রথম ওয়েবফিল্ম। কাজের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘অডিয়েন্স হিসেবে যখন শুক্লপক্ষ-এর স্ক্রিপ্ট পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্যরকম কিছু। উনার কাজ আমার বরাবর ভালো লাগে। সেই সাথে আমার কো-আর্টিস্ট যারা ছিলেন তারা সকলেই ক্যারেক্টারগুলোর সাথে জাস্টিস করেছেন।’

শুটিংয়ে কী ধরনের চ্যালেঞ্জ ছিল জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘এই সিনেমাতে আমাকে অনেক লুকে দেখা যাবে। যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সেই সাথে আমরা একদিন জঙ্গলে শুট করেছিলাম। সেখানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম। আমার সারা শরীরে পোকার আক্রমণে পুরো নাজেহাল অবস্থা ছিল। সবকিছু অনেক কষ্টে সামলে নিয়ে কাজটি করেছি।’ 

এক ঝলকে দেখে নিতে পারেন ‘শুক্লপক্ষ’র ট্রেইলার:
 

জিয়াউল রোশানেরও এটা প্রথম ওয়েবফিল্ম। তিনি বলেন, ‘আমার করা এটাই প্রথম ওয়েবফিল্ম। ভিকির সাথে এটা আমার দ্বিতীয় কাজ। তার সাথে কাজ করার অভিজ্ঞতা অন্যরকমের। দর্শকরা ভিকির কাজ দেখার জন্য অপেক্ষা করে। সেই সাথে ফিল্মে আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে তিনি অনেক হেল্প করেছেন।’
 
পরিচালক ভিকি জাহেদও বেশ অপেক্ষায় আছেন দর্শক প্রতিক্রিয়ার। কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘‘আমার অন্যান্য কাজ থেকে ‘শুক্লপক্ষ’ বেশ ভিন্ন। তবে জনরাটা থ্রিলারই রেখেছি। ফিল্মের কাস্টিংয়ে যারা আছেন তাদের প্রায় অনেকের সাথে আমার প্রথম কাজ। নতুন ও তরুণ টিমের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’’
 
এই ওয়েবফিল্মে রয়েছে তিনটি গান। এরমধ্যে রয়েছে ইমরান-কণা ও সদ্য খান-অবন্তী সিঁথির দ্বৈত দুটি গান। আর অজয় রায়ের একটি গান।

‘শুক্লপক্ষ’-এ অন্যান্য চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদ, শরীফ সিরাজ, আব্দুল্লাহ সেন্টু প্রমুখকে। রোশান ও সুনেরাহ

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়