X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

মিউজিক ভিডিওর মাধ্যমে প্রেমের ঘোষণা দেবেন সোনাক্ষি?

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৬:৩৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:৩৪

বলিউড তারকা সোনাক্ষি সিনহা ও জাহির ইকবালের বন্ধুত্ব অনেক পুরনো। তাদের প্রায়ই একে অপরের সাথে আড্ডা দিতে দেখা যায়।

এদিকে সম্প্রতি চাউর হয়েছে, সোনাক্ষি তার পার্টনারকে খুঁজে পেয়েছেন। আর সেটা জাহিরের মধ্যেই। আর সে কারণে দ্রুতই তাদের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। এমনকি সেটা হতে পারে বিয়ে পর্যায়েরও!

এর আগেও বহুবার তাদের সম্পর্কে এমনটা শোনা গিয়েছিল। তবে বারবারই সোনাক্ষি সেটা ‘গুজব’ বলে দাবি করেছেন।

অন্যদিকে, ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবার তেমনটা হচ্ছে না। জানা যায়, নতুন একটি মিউজিক ভিডিওতে তারা হাজির হচ্ছেন। আর সেখানেই প্রেমের ঘোষণাটা আসছে। ভিডিওটির নাম ‌‘ব্লকব্লাস্টার জোডি’।

সূত্র মতে, এতে তাদের বেশ রোমান্টিক আবহে পাওয়া যাবে। সোনাক্ষি ও জাহির সিদ্ধান্ত নিয়েছেন, মুক্তির সময়ই তারা তাদের প্রেমের ঘোষণাটা দেবেন।

তবে বিষয়টি নিয়ে তারা কেউই মুখ খোলেনি। জানা যায়, মিউজিক ভিডিওটি চলতি মাসেই অবমুক্ত হবে।

সোনাক্ষি ও জাহিরের প্রেমের গুঞ্জন বলিউডের ওপেন সিক্রেট। অনেকের মতে, তারা এখন আর শুধুই বন্ধু নন, আরও বেশি কিছু। ভক্তরাও তাদের মধ্যে নতুন রসায়ন খুঁজে পেয়েছেন। প্রায়ই তাদের ছবিতে লিখে দেন ইতিবাচক সব মন্তব্য। 

সূত্র: বলিউড লাইফ

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম