X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ডিম খাওয়া বন্ধ’ করার কথা বলে তোপের মুখে ওমর সানী

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৬:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৭:৪৯

মুরগির ডিমের দাম বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ‌‘বয়কট’ প্রতিবাদ। একদল ঘোষণা করেছে ‌‘১৬ থেকে ২২ আগস্ট’ পর্যন্ত ডিম না খাওয়ার বার্তা।

এ ধরনের প্রতিবাদের স্রোতে এবার গা ভাসিয়ে তোপের মুখে পড়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

এই চিত্রনায়কের ভাষ্য, ‘একদিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন। দেখবেন এর দাম কমে গেছে, চলেন তাই করি।’ 

তার এমন বক্তব্য ডিমসংশ্লিষ্ট অনেক খামারিই প্রতিবাদ করেছেন। চটেছেন সাধারণ মানুষও। রাজওয়ানুল হক রাজু নামের এক ব্যক্তি সানীর স্ট্যাটাসে লেখেন, ‘প্রিয় অভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপরে না হয় এমন পোস্ট দিয়েন। খামারিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগির ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা, সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা।’

তিনি আরও লিখেছেন, ‘ভাই আপনার জ্ঞানের পরিধিটা আরেকটু বাড়ালে এটাও বুঝতে পারবেন যে, ডিম ১ সপ্তাহের মধ্যে পচে যাওয়া কিংবা নষ্ট হয় না।’

তার মতো অনেকেই এমন প্রতিবাদী মন্তব্য করেছেন। তবে বিষয়টিতে কিছুটা নমনীয় হয়ে প্রত্যুত্তর দিয়েছেন নায়কও।  

সানী লিখেছেন, ‘আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে। অবশ্যই আপনাদের লাভ চাই আমরা।’ পরে এ নায়কই কমেন্ট বক্সেই কাঁচামালের দাম দ্রুত কমানোর দাবি করেন।

আজ (১৬ আগস্ট) দুপুরে দেওয়া সানীর সে স্ট্যাটাসে দুই ঘণ্টাতেই কমেন্টস পড়েছে দেড় হাজারটি। যাদের অনেকাংশই করেছেন প্রতিবাদ।  

অনেকেই সমালোচনা করেছেন সিন্ডিকেটের দোহাই দিয়ে খামার শিল্পের বিপরীতে সানীর দেওয়া এমন স্ট্যাটাসে। তাদের মতে, দায়িত্বশীল ব্যক্তি হয়ে তার এমন দায়িত্বহীন স্ট্যাটাস মোটেও কাম্য নয়। 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না