X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আদরের সঙ্গে মাহির পাহাড়ি রসায়ন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৪

চারদিকে ঘন-সবুজ উঁচু-নিচু পাহাড়। ওপরে বিস্তৃত নীল-সাদা আকাশ। এর মাঝে ভালোবাসায় ডুব দিয়ে রসায়নে মজেছেন এক যুগল। তারা মাহিয়া মাহি ও আদর আজাদ। নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র টাইটেল গানেই তাদের এমন ভূমিকায় দেখা গেলো।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশিত হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, তার বিহনে আমি যাবো গো মরে’- এমন কথায় ঠোঁট মিলিয়েছেন মাহি ও আদর। দুজনের সাবলীল রসায়ন দেখে ভালোলাগা প্রকাশ করছেন দর্শক। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান।

জানা গেছে, করোনা মহামারির আগেই সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়। তবে গানের চিত্রায়ণ হয়েছে গত বছরের অক্টোবরে। প্রকাশিত টাইটেল গানের দৃশ্যায়ন করা হয় পার্বত্য অঞ্চল বান্দরবানে।

গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। তাতে আভাস পাওয়া যায়, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। যেটার মুখ্য চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন মাহি, আদর ও শিপন মিত্র। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, বড়দা মিঠু, রেবেকা ও সুব্রত প্রমুখ।

ক্লিওপেট্রা ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!