X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৬:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:২১

একুশ প্রেক্ষাগৃহ দিয়ে যাত্রা করলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হাজির হন ঢালিউডের আলোচিত নির্মাতা মালেক আফসারী। দেখার পর জানালেন, তার মন ভরে গেছে। এমনকি পরিবার নিয়ে সিনেমাটি আবার দেখবেন বলেও জানিয়েছেন তিনি।
 
রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘যাও পাখি বলো তারে’র টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন আফসারী। এরপর বেরিয়ে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘সুপার সিনেমা। দেখে মন ভরে গেছে। বহুদিন পর একটা প্রেমের গল্প দেখলাম। গানগুলো চমৎকার। আমি আবারও পরিবার নিয়ে আগামীকাল (৮ অক্টোবর) দেখবো। পরিচালক মানিক পরীক্ষায় উত্তীর্ণ। তাকে ১০ এর মধ্যে ১০ দেবো। সিনেমাটি সবার দেখা দরকার।’

এই সিনেমার গল্প এগিয়েছে ত্রিকোণ প্রেমের উপাখ্যানে। যেখানে মুখ্য ভূমিকায় আছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র। এর মধ্যে আদরের মধ্যে সম্ভাবনার প্রদীপ দেখতে পেয়েছেন মালেক আফসারী। তার ভাষ্য, ‘আদর আজাদের ভবিষ্যৎ ভালো। ও খুবই ভালো করেছে। সিনেমার সংলাপগুলো দুর্দান্ত। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন। সিনেমার শেষটা সুন্দর ছিল। সিনেমার শেষটা দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।’
 
একই শো’তে উপস্থিত ছিলেন ‘রাজনীতি’ খ্যাত নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেছেন, ‘মাহিকে এত সুন্দর আগে কখনও লাগেনি। এই সিনেমায় তার উপস্থাপন ও অভিনয় খুবই ভালো লেগেছে। ঝকঝকে তকতকে একটি সিনেমা। অনেকদিন পর হামিংয়ের ব্যাপারটা ইমন সাহা দেখিয়েছেন। প্রেমের গল্পের বাইরে এই সিনেমায় দুই বন্ধুর একটি গল্প দেখেছি, যা প্রশংসনীয়।’

এদিকে ‘যাও পাখি বলো তারে’ টিম যখন হলে হলে ছুটছে, তখন সিনেমার নায়িকা গেলেন ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে। সেখানকার একটি আয়োজনে অংশ নেবেন মাহি। তবে অন্তর্জালে সর্বদা সিনেমাটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
 
সিনেমাটিতে আদর-মাহি-শিপনের সঙ্গে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। দেশজুড়ে এটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!