X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জায়েদ খান কি গ্রামে ফিরে গেছেন?

সুধাময় সরকার
০৯ অক্টোবর ২০২২, ১৬:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৮:৩১

এমন অনেক প্রশ্ন খুব উড়ছে ঢালিউডে। বিপরীতে জায়েদ খান ঘুরছেন জন্মস্থান পিরোজপুরে। কখনও তিনি নিজের পুকুরে মাছ ধরছেন, পথে পথে বৃক্ষরোপণ করছেন। আবার কখনও ফুটবল ম্যাচ আয়োজন করছেন, জনসমুদ্রে হারিয়ে যাচ্ছেন পূজা উৎসবে। বাবা-মায়ের কবর জিয়ারত করতেও দেখা গেছে তাকে।

সোশাল হ্যান্ডেলে সেসব শেয়ারও করছেন হাসিমুখে। অথচ জায়েদ খানের অপর নাম হয়ে উঠেছিল বিএফডিসির বটবৃক্ষ! যে বৃক্ষের জন্ম চলচ্চিত্র শিল্পী সমিতিকে ঘিরে। এমনও সময় ছিল, এফডিসিতে কেউ না থাকলেও পাওয়া যেতো এই অতন্দ্র প্রহরীকে। এ নিয়ে অভিযোগও কম ওঠেনি তার বিরুদ্ধে।

তবে এফডিসিকেন্দ্রিক জীবনের এমন সূচিতে আমূল বদল এনেছেন জায়েদ খান। শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ নিয়ে বিতর্ক আর আইনি জটিলতায় একরকম ব্যাকফুটে আছেন এই নেতা-নায়ক। গত তিন মাসেরও বেশি সময় এফডিসিতে পা পড়েনি তার, দেখা যায়নি সিনেমার কোনও অনুষ্ঠানেও। খবর নেই নতুন কোনও সিনেমারও। তার সর্বশেষ ছবি ‘সোনার চর’-এর শুটিং হলেও শেষ হয়নি ডাবিং।

তবে কি পিরোজপুরের ছেলে বাড়ি ফিরে গেলেন? নাকি সমিতির সাধারণ সম্পাদক পদটি থেকে আরও একধাপ এগিয়ে যেতে খানিকটা পিছু হটেছেন! দুটো সম্ভাবনাই এখন বাতাসে ভাসছে। ধারণা করা হচ্ছে, জায়েদ খান আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন। মূলত সেই হোমওয়ার্কটাই সারছেন এখন।

পিরোজপুরে জায়েদ খান এসব প্রশ্ন বা গুঞ্জনের জবাবে পিরোজপুর থেকে এই নায়ক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি নির্বাচন করছি না। এসব গুজব। ২৭ দিন হলো বাড়িতে এসেছি। আজ (৯ অক্টোবর) বা কালকের মধ্যে ঢাকায় ফিরবো। ডাবিং বাকি আছে ‘সোনার চর’-এর। সেটা করবো। নতুন সিনেমার খবরও জানাবো। আমি গ্রামে চলে এসেছি, এটা শুনে অনেকেই হয়তো খুশি হয়েছেন। তাদের বলছি, খুশির কারণ নেই। আমি আসছি। আর যারা আমার গ্রামের সামাজিক কর্মকাণ্ড দেখে নির্বাচনের ভয় পেয়েছেন, তাদেরও বলছি, ভয়ের কারণ নেই। ইলেকশন আমি করছি না। করলেও সেটা ঢাকঢোল পিটিয়ে করবো। নির্বাচন তো লুকানোর কিছু না।’’   

এই নায়ক-নেতা আরও বলেন, ‘‘অনেক দিন বাড়ি আসা হয় না। আমার ভাইরাও ব্যস্ত। তাই এবার এসে বাবা-মায়ের ঘর-বাড়িটা গুছালাম। উনাদের কবরস্থান ঠিক করলাম। আমার একটা সংগঠন আছে ‘সাপোর্ট মানবকল্যাণ সংস্থা’। ওদের নিয়েও কিছু সামাজিক ও মানবিক কাজ করলাম এলাকায়। কারণ, আবার কবে বাড়ি আসবো তার তো ঠিক নেই। ফলে আমার গ্রামে আসা নিয়ে এত দুশ্চিন্তার কারণ নেই।’’ 

পিরোজপুরে জায়েদ খান জায়েদ খানের প্রতি প্রশ্ন ছিল, ২৭ দিন না হয় পিরোজপুরে ব্যস্ত। তারও প্রায় দুই মাস আগে থেকে এফডিসি যাওয়া বন্ধ করেছেন। অথচ আগে প্রতিদিন এফডিসিতে যেতেন। নিজের সবচেয়ে প্রিয় স্থানটি থেকে এভাবে দূরে যাওয়ার কারণ কী? ভয়, নাকি ঘৃণা! জবাবে জায়েদ খান বলেন, ‘ভয় কীসের? ঘৃণা হতে পারে। সত্যি বলতে, এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর পরিবেশ তৈরি করেছিলাম, সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেক বহিরাগতদের অবাধ বিচরণ। পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে। কারা তাদের এখানে আসার সুযোগ দিয়েছে, এটা এখন সবাই জানে। ফলে এই পরিবেশটা ঠিক না হলে তো সেখানে যাওয়া মুশকিল।’

প্রসঙ্গত, জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতিতে টানা দুই পর্বে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। তৃতীয় নির্বাচনেও তিনি জয়লাভ করেন ভোটের অঙ্কে। যদিও তার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সেই ফলাফলটি এখন আদালতে গড়িয়েছে। তবে আদালতের ফলাফল আসার আগেই সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চলেছেন নিপুণ আক্তার। পিরোজপুরে জায়েদ খান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
এ সপ্তাহের ছবি১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
কাঞ্চন নেই, ফেরালেন শাকিব-অনন্ত, অথৈ সাগরে নিপুণ!
কাঞ্চন নেই, ফেরালেন শাকিব-অনন্ত, অথৈ সাগরে নিপুণ!
‘অবৈধ ব্যক্তির কোনও সিদ্ধান্তে আমার মাথাব্যথা নেই’
সমিতির সদস্যপদ হারালেন জায়েদ খান‘অবৈধ ব্যক্তির কোনও সিদ্ধান্তে আমার মাথাব্যথা নেই’
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ