X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১
প্রস্থানে অভিনেতা মাসুম আজিজ

মিডিয়াতে আমরা দুই মাসুম ছিলাম...

সুধাময় সরকার
সুধাময় সরকার
১৭ অক্টোবর ২০২২, ১৬:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:৫৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে জীবনের কাছে পরাজয় বরণ করলেন অভিনেতা মাসুম আজিজ (৭০)। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ৩টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এমনটাই জানালেন অভিনেতার পুত্র উৎস।

মাসুম আজিজের প্রস্থানের খবরে শোকের ছায়া নেমে আসে অভিনয় অঙ্গনে। শোকগ্রস্ত হন দেশের আরেক নন্দিত নাট্যকার মাসুম রেজা। তিনি আফসোস করে বলেন, ‘মিডিয়াতে আমরা দুই মাসুম...। আজ এক মাসুম আমাদের ছেড়ে চলে গেলেন। মাসুম ভাই... মাসুম আজিজ... আপনি আমাকে অনেক ভালোবাসতেন...। আমি ভুলবো না আপনাকে।’

এই নাট্যজন বাংলা ট্রিবিউনের কাছে স্মৃতির ঝাঁপি খোলেন তার মিতার প্রয়াণ দিনে। তিনি বলেন, ‘মাসুম ভাই তো আমার মিতা। ফলে সেই সম্পর্কটা বরাবরই ছিলো। আমাদের এই নামের মিলের কারণে অনেক অম্লমধুর ঘটনাও ঘটেছে জীবনে। বিশেষ করে কোথাও গেলে আমাকে অনেকেই ডাকতেন মাসুম আজিজ বলে। আবার কোনও অনুষ্ঠানে গেলে কিছু বলার জন্য আজিজ ভাইকে ডাকতো মাসুম রেজা বলে। তো এই ঘটনাগুলো সবসময় ঘটে চলেছিলো। যদিও সেইসব মধুর ঘটনাগুলো আজ থেকে আর ঘটার সুযোগ রইলো না।’

দুই মিতার পরিচয় প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমি যখন মিডিয়ায় আসিনি, তখন থেকে মাসুম ভাইকে আমি চিনি তার ‘সময় অসময়’ নাটকের মাধ্যমে। এরপর মঞ্চে আমাদের প্রথম দেখা হয় ‘এই দেশে এই বেসে’ নাটকের মাধ্যমে। এরপর তো আমরা প্রায় কাছাকাছি পথে শেষ পর্যন্ত হেঁটেছি। বিশেষ করে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নির্বাচনে যখন কমিশন গঠন করা হতো, তখন দেখা যেতো অভিনেতা এস এম মহসীন ভাই আর মাসুম আজিজ ভাই থাকতেন। কমিশনার হিসেবে তাদের সঙ্গে আমিও থেকেছি অনেকবার। এখন দুজনেই জীবনের ওপারে চলে গেছেন আমাকে রেখে।’’ 

একসঙ্গে শেষ কাজের স্মৃতি টেনে এই নাট্যকার বলেন, ‘মিতার (মাসুম আজিজ) সঙ্গে আমি সর্বশেষ সরাসরি কাজ করেছি গত বছর ১৬ ডিসেম্বরের জাতীয় অনুষ্ঠানে। যেটা হয়েছিল সংসদ ভবনের সাউথ প্লাজায়। সেই অনুষ্ঠানটির পাণ্ডুলিপি ও নির্দেশনা আমাকেই করতে হয়েছিল। পরিকল্পনাটি ছিলো এমন- পুরো আয়োজনটিকে পুঁথির মাধ্যমে গাঁথতে হয়েছে। আর সেটি পাঠ করেছেন মাসুম আজিজ ভাই। আমরা দুজনে দিন-রাত খেটে কাজটি করেছি। দারুণ প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীও বেশ খুশি হয়েছেন। এরপর জানুয়ারিতে মাসুম ভাই একুশে পদক পেলেন। পদকটির খবর পেয়েই প্রথম ফোনটা আমাকে দিলেন মাসুম ভাই। বললেন, এই পদকটি মাসুম তোমার জন্যই পেয়েছি। মানে তিনি বোঝাতে চাইলেন, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে পুঁথি পাঠ করার কারণেই তার কাছে এই সম্মাননা এলো! যদিও বিষয়টি মোটেই তেমন নয়। একজন মাসুম আজিজ তার গোটা জীবনের সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণেই এই সম্মাননা অর্জন করেছেন বলে আমি বিশ্বাস করি। 

মাসুম আজিজ শুধু অভিনেতাই ছিলেন না, গানের গলাটাও ছিলো দারুণ। সেই প্রসঙ্গ টেনে মাসুম রেজা বলেন, ‘মাসুম ভাইর অভিনয় সম্পর্কে সবাই জানেন। কিন্তু তিনি যে কী অসাধারণ গান করেন, সেটা অনেকেই টের পান না। ভূপেন হাজারিকা গান তিনি অসাধারণ গাইতে পারেন। বহুকাল আগে তার একটি একক অডিও অ্যালবামও বের হয়েছিলো। যার সবটাই এখন স্মৃতি।’

প্রসঙ্গত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে মাসুম আজিজের মরদেহ। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি গোলাম কুদ্দুছ। 

অভিনেতার ছেলে উৎস বাংলা ট্রিবিউনকে আগেই বলেছিলেন, ‘এ বছরের শুরু থেকে বাবা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছিলো। কিন্তু গত মাস থেকে তার শরীরটা খারাপ। সেজন্য তখন একবার হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। তারপর কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় ফেরেন। কিন্তু এই মাসের শুরুর দিকে আবারও অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট দেখা দেয়। সে কারণে গত ৮ অক্টোবর আবারও তাকে হাসপাতালে ভর্তি করাই।’

উল্লেখ্য, মঞ্চ, টিভি নাটক ও সিনেমা সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন মাসুম আজিজ। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি টিভিতে কাজ করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- ‘উড়ে যায় বকপক্ষী’, ‘সাকিন সারিসুরি’, ‘তিন গ্যাদা’, ‘দুই দুকুনে চার’ ইত্যাদি।

বহু সিনেমায়ও অভিনয় করে প্রশংসিত হয়েছেন মাসুম আজিজ। ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করেছে সরকার।   

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)