X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হুঁশিয়ারির ৭ দিন পর ব্যবস্থা নিলেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৭:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৮:৪৮

সপ্তাহ খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন শাকিব খান। তার নামে যারা ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ঠিক সাত দিন পর কথার বাস্তবায়ন করলেন শাকিব। দ্বারস্থ হলেন পুলিশের, করলেন সাধারণ ডায়েরি (জিডি)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশান থানায় শাকিব খানের পক্ষে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান একটি জিডি করেছেন। শুক্রবার (২১ অক্টোবর) বিকালে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেন।

চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিবের বিয়ে ও সন্তান গ্রহণের বিষয়টি সামনে আসার পর সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন পেজ, গ্রুপ, আইডি ও ইউটিউব চ্যানেল থেকে শাকিবের নামে নানা ব্যঙ্গাত্মক ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়। এ নিয়ে শাকিব ফেসবুকে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তাতেও ফল হয়নি বিধায় আইনের আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, এই জিডিতে ১৩টি ফেসবুক অ্যাকাউন্টের লিংক ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

জিডিতে এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান পুলিশের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ফেসবুক ও ইউটিউবে সংঘবদ্ধ কুচক্রী মহলের বেআইনি এবং মানহানিকর কর্মতৎপরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর চলচ্চিত্র পেশার ভবিষ্যৎ এবং সামাজিক অবস্থান হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। উক্ত ব্যঙ্গাত্মক পোস্ট ভিডিওগুলোর কারণে তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্তরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন। এসব বিষয়ে দেশের নানা জায়গায় কুচক্রী মহল ও তার ভক্তকুলের মধ্যে পারস্পরিক মারামারিসহ নানাবিধ জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উপরিউক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে যেন মর্জি হয়।’

এর আগে গেলো ১৩ অক্টোবর ফেসবুকে শাকিব খান বলেছিলেন, ‘ভুয়া বিষয়গুলো ভিত্তি করে কয়েক দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনও ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেছেন শাকিব খান। এরপর তাদের ঘরে একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। তবে পুরো বিষয়টি তারা প্রকাশ্যে আনেন কিছু দিন আগে। এরপরই নতুন করে নায়িকা পূজা চেরীর সঙ্গে শাকিবের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এমনও শোনা যায়, তারা নাকি বিয়েও করে ফেলেছেন। তবে শাকিবের পাশাপাশি পূজাও এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এআইচ/কেআই/এমওএফ/
সম্পর্কিত
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…