X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কলকাতায় ‘হাওয়া’ ঝড়: নির্মাতার মুগ্ধতা ও খুচরো আক্ষেপ

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৫:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:১৭

খোদ কলকাতার মানুষই বলছেন, সেখানকার সিনেমার জন্যও দর্শকের এত বড় লাইন দেখা যায় না আজকাল! যেমনটা হলো বাংলাদেশি সিনেমা ‘হাওয়া’র জন্য। কলকাতার শিল্প-সংস্কৃতির কেন্দ্র নন্দনের সামনে আগ্রহী দর্শকের সারি প্রায় এক কিলোমিটার। সবার উন্মুখ অপেক্ষা, ঢাকার ‘হাওয়া’য় ভাসবেন তারা।
 
শনিবার (২৯ অক্টোবর) থেকে কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ঢাকার ৩৭টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে প্রধান আকর্ষণ যে মেজবাউর রহমান সুমন নির্মিত ‘হাওয়া’, তা প্রথম দিনেই প্রমাণিত হলো।
 
নন্দন-১-এ ‘হাওয়া’র প্রদর্শনী দুপুর একটায়। কিন্তু দর্শকের চাপে সকাল ৯টায় খুলে দেওয়া হয় নন্দনের প্রধান গেট। এর আগেই রাস্তায় দীর্ঘ সারি দেখা যায়। গেট খোলার সঙ্গেই হাওয়ার বেগে দৌড়ে গিয়ে ঢোকার চেষ্টা করলেন। কিন্তু ততক্ষণে হাউসফুল! অবশ্য যারা প্রথম শো দেখতে পারেননি, তাদের জন্য সন্ধ্যায়ও একটি শো থাকছে। 

এদিকে কলকাতায় ‘হাওয়া’ ঝড়ের খবর পেয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনও। বাংলা ট্রিবিউনের কাছে তার মন্তব্য, ‘কিছু কাজ থাকায় আমি যেতে পারিনি। তবে সেখান থেকে অনেকেই খবর পাঠাচ্ছেন যে, দর্শকের দীর্ঘ সারি। আগ্রহ নিয়ে প্রচুর দর্শক আসছেন। আসলে সেখানে কিন্তু প্রচার-প্রচারণা ছিলো না এই উৎসব নিয়ে। আমরা এখান থেকে একটু-আধটু জানানোর চেষ্টা করেছি। তাতেই এত দর্শকের সাড়া, এটা দেখে মুগ্ধ হলাম।’

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ‘হাওয়া’। কানাডা ও আমেরিকায় রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই সিনেমার দারুণ সম্ভাবনা ছিলো। 

নন্দনে ‘হাওয়া’র লাইন এ বিষয়ে ‘হাওয়া’র কারিগরের আক্ষেপ করা ছাড়া উপায় নেই। কারণ দুটি দেশের মধ্যকার চুক্তি যে নানান শর্ত-শেকলে বন্দী! সুমন বলেন, “আমরা খুব করে চেয়েছিলাম কলকাতায় ছবিটি মুক্তি দিতে। কিন্তু দুই দেশের মধ্যকার যে চুক্তি বা নিয়ম, সেটা জটিল। বিভিন্ন দেশে সহজে মুক্তি দিতে পারলেও কলকাতায় পারিনি। বাংলা ভাষাভাষীর বড় অংশ তো কলকাতা, আমি মনে করি এই ছবির বড় সংখ্যক দর্শক ওখানে রয়েছে। ‘হাওয়া’ ওখানে মুক্তি দিতে পারলে বাংলাদেশের মতোই সাড়া পেতো; আজ বোঝা গেলো যে, সেখানকার মানুষ কতটা উন্মুখ হয়ে আছে ছবিটা দেখার জন্য।”

এদিকে কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, শেষ কবে টলিউডের সিনেমার জন্য এমন ভিড়-লাইন দেখা গেছে, তা মনে করা কঠিন। অথচ ঢাকার ছবি গিয়ে নাড়িয়ে দিলো সিটি অব জয়।
 
উল্লেখ্য, ‘হাওয়া’ নির্মিত হয়েছে সমুদ্রে ভাসমান মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার প্রমুখ। গত ২৯ জুলাই মুক্তি পাওয়ার পর থেকে এখনও দেশের সিনেমা হলে চলছে সিনেমাটি। হাওয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল
ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল
স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র!
স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র!
ফের হাশিম মাহমুদের গানে চঞ্চল (ভিডিও)
ফের হাশিম মাহমুদের গানে চঞ্চল (ভিডিও)
মৃণাল সেন রূপে কবে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল?
মৃণাল সেন রূপে কবে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!