X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অস্কারে হ্যাটট্রিক করবেন এমি জয়ী এই সঞ্চালক

বিনোদন ডেস্ক
০৮ নভেম্বর ২০২২, ০০:০২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২:২৯

আবারও অস্কার মঞ্চে ফিরছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর সঞ্চালনা করবেন তিনি। সোমবার (৭ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে আয়োজকরা। 

এর আগে টানা দুইবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা আছে এমি অ্যাওয়ার্ড জয়ী উপস্থাপক ও প্রযোজক জিমি কিমেলের। ২০১৭ সালে ৮৯তম ও ২০১৮ সালে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এই দায়িত্ব পালন করেন তিনি।

রসিকতার সুরে ৫৪ বছর বয়সী জিমি কিমেল বলেছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট সম্মান কিংবা ফাঁদ। যাই হোক, সবাই না বলার পর এত তাড়াতাড়ি আমাকে প্রস্তাব দেওয়ার জন্য অ্যাকাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’

চলতি বছরের মার্চে ৯৪তম অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের কষে চড় মারার ঘটনা গোটা দুনিয়ায় কাঁপন ধরিয়ে দিয়েছিল। ফলে ৯৫তম আসরে এমন বিতর্কের পুনরাবৃত্তি না হওয়ার দায়িত্ব থাকছে জিমি কিমেলের কাঁধে। সেজন্যই এমন বক্তব্য দিয়েছেন তিনি। 

এবারের অস্কারের দুই নির্বাহী প্রযোজক গ্লেন ওয়েইজ ও রিকি কার্শনার উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘অস্কারের বিশ্বমঞ্চে জিমি হ্যাটট্রিক করবে ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। আমরা জানি, পুরো অনুষ্ঠান রসিকতায় ভরিয়ে রাখতে সবকিছুর জন্য প্রস্তুত তিনি!’

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘৯৫তম অস্কারে অসাধারণ শিল্পী ও চলচ্চিত্রকে স্বীকৃতি জানাতে আমাদের সহযোগিতার জন্য জিমি কিমেল জুতসই সঞ্চালক। চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা, সরাসরি সম্প্রচারিত টিভি অনুষ্ঠানে কাজ করার দক্ষতা এবং বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করিয়ে দেওয়ার সামর্থ্য অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে পারে। অস্কার এবার ৯৫ বছরের সমৃদ্ধ ইতিহাস, চলচ্চিত্র নির্মাণের সহযোগী ভাব এবং বৈচিত্র্যময়, প্রগতিশীল ও দারুণ সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদের উদযাপন করবে।’

হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার অনুষ্ঠান হবে আগামী বছরের ১২ মার্চ। এবিসি নেটওয়ার্ক ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন। অনুষ্ঠানটির আরেক নির্বাহী প্রযোজক মলি ম্যাকনিয়ারনি। 

এবিসি এন্টারটেইনমেন্ট ও ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’র সভাপতি ক্রেগ এরউইচ বলেন, ‘জিমি কিমেলকে অস্কার সঞ্চালনায় ফিরিয়ে আনা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমরা প্রতি রাতে তার টক শোতে দেখি, মন খুলে ও রসিকতার মোড়কে যেকোনও কিছু পরিচালনা করতে পারেন তিনি। আমরা জানি, অস্কারের চেনা ঢঙে তিনি হাসাতে ও উদযাপনের মুহূর্ত এনে দিতে পারেন।’

এবিসি নেটওয়ার্কের ‘জিমি কিমেল লাইভ!’ সঞ্চালনা ও নির্বাহী প্রযোজনা করছেন জিমি কিমেল। সম্প্রতি অনুষ্ঠানটির জন্য তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে তার। এর মাধ্যমে আমেরিকান টেলিভিশন অঙ্গনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় টক শো উপস্থাপনা করা তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ