X
শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
১৩ মাঘ ১৪২৯

সেরাকণ্ঠ-৭: এবার বয়স কোনও বাধা নয়

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৮:০৮

শুরু হচ্ছে চ্যানেল আই আয়োজিত সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক শো সেরাকণ্ঠ সিজন-৭। ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হতে যাচ্ছে। এবারের আয়োজনের সবচেয়ে বড় দিক প্রতিযোগীদের বয়স। আগের ছয়টি আয়োজনে নির্দিষ্ট বয়সের প্রতিযোগীদের অংশ নিতে হয়েছে এতে। তবে এবার আর সেটি বাধা হয়ে থাকছে না।  

আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘এবারের প্রতিযোগিতায় কোনও বয়স নির্ধারণ নেই। গান গাইতে পারে ছোট-বড় যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।’ 

এবার বিচারক প্যানেলে থাকছেন তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী।

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ ঘোষণা উপলক্ষে মঙ্গলার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিরতির পর অনেক চমক নিয়ে আসছে সেরাকণ্ঠ সিজন-৭। এর সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং যারা আগামীতে সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে তাদের জন্যও আগাম অভিনন্দন।’

সংবাদ সম্মেলনে বক্তারা অন্যতম বিচারক রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।’ অন্য বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।’
 
অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান, এবার উত্তর আমেরিকাতেও অডিশন হবে।

এবারের পুরো আসর উপস্থাপনা করবেন মারিয়া নূর। যার মাধ্যমে টানা এক বছর পর সঞ্চালনায় ফিরছেন তিনি। সংবাদ সম্মেলনের ফাঁকে মারিয়া নূর

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নীরবতা ভাঙলেন পাঠান, দিলেন উপদেশ
নীরবতা ভাঙলেন পাঠান, দিলেন উপদেশ
তিশার সঙ্গে জুটি নিয়ে প্রশ্ন, জোভানের অভিমানী উত্তর!
তিশার সঙ্গে জুটি নিয়ে প্রশ্ন, জোভানের অভিমানী উত্তর!
কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ
কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ
জ্যাকুলিনের ঘরে জোড়া সুখবর
জ্যাকুলিনের ঘরে জোড়া সুখবর
বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ!
বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ!