X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দিলজিৎ!

বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৫

চলতি বছরের মে মাসের শেষ দিকে বিস্ময়কর ঘটনার সাক্ষী হয় ভারতের পাঞ্জাব। সেখানকার তুমুল জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে প্রকাশ্যেই গুলি করে হত্যা করা হয়। যে ঘটনায় পুরো ভারতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো। অনেক তারকা বিষয়টি নিয়ে নিন্দা-ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এবার পাঞ্জাবেরই আরেক জনপ্রিয় তারকা দিলজিৎ দোসাঞ্জ বিস্ফোরক মন্তব্য করলেন। তার অভিযোগের তীর ভারত সরকারের দিকে। দিলজিতের মতে, সরকারের ‘অযোগ্যতা’র কারণেই এমন ঘটনা ঘটেছে।

সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ‘তারা (শিল্পীরা) প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে। একজন শিল্পী কখনও কারও সঙ্গে অন্যায় করেন বলে আমি মনে করি না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তার (সিধু) সঙ্গে কারও কোনও ঝামেলা নেই। তাহলে কেউ অন্য কাউকে মারবে কেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার। এমনকি এই বিষয়ে কথা বলাও খুব কঠিন।’

আক্ষেপ প্রকাশ করে দিলজিৎ বললেন, ‘একটু ভাবুন, আপনার একটি মাত্র সন্তান, এবং সে মারা গেছে।  তার (সিধু) বাবা-মা কীভাবে বেঁচে থাকবেন? আপনি কখনোই এটা অনুভব করতে পারবেন না, কেবল তারাই জানে।’

সিধু মুসেওয়ালা সরকারের দিকে আঙুল তুলে দিলজিতের মন্তব্য, ‘শতভাগ সরকারের অযোগ্যতা এটা। এটা রাজনীতি, আর রাজনীতি খুব বাজে একটা জিনিস। সৃষ্টিকর্তার কাছে আমরা শুধু প্রার্থনা করতে পারি, যেন সিধু ন্যায্য বিচার পায়। এরকম ট্রাজেডি যাতে আর না হয়। আমরা কেউই কাউকে খুন করতে পৃথিবীতে আসিনি, কিন্তু এটা একেবারে সূচনা থেকে হয়ে আসছে। শিল্পীদেরও মেরে ফেলা হচ্ছে একইভাবে। এটা সরকারের ভুল এবং এটাই রাজনীতি আমার মতে।’

উল্লেখ্য, সিধু মুসেওয়ালা পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ছিলেন। গেলো বছরের ডিসেম্বরে তিনি কংগ্রেসে যোগ দেন। শোনা যায়, এ কারণেই নাকি প্রতিপক্ষের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!