X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামের রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের পূজা

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ১৬:৪২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:২১

ভিয়েতনামের রাষ্ট্রীয় সম্মাননা ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে অবদান রাখা এবং ‘হোচিমিন: আ জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদইন’ শিল্পকর্ম নির্মাণে নৈপুণ্য প্রদর্শনের জন্য এই সম্মাননা পাচ্ছেন তিনি।
 
বিদেশিদের জন্য ভিয়েতনামের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম সম্মাননা এটি। দেওয়া হয় দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে। আগামী ২৮ ডিসেম্বর ঢাকাস্থ ভিয়েতনামের দূতাবাসে আনুষ্ঠানিকভাবে পূজার হাতে সম্মাননা তুলে দেবেন দেশটির রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন। 

পূজা সেনগুপ্ত জানান, এ বছর একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি এই পুরস্কার পাচ্ছেন। এ অসামান্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘এতো বড় একটা পুরস্কার পাচ্ছি, অবশ্যই ভালো লাগছে। আর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করার ক্ষেত্রে আমার কাজ ভূমিকা রেখেছে, সেটা তো অনেক আনন্দের ব্যাপার।’
 
‘আমাদের দেশে তো নাচ, গান, নাটককে আমরা পেশা হিসেবে নয়, শখ হিসেবে দেখি। যখন কেউ এটাকে পেশা হিসেবে নিতে চায়, তখন সমাজ বলে, এগুলো করে কী হবে! এটা সেকেলে চিন্তা। কেউ যদি নিজের কাজে দক্ষতা দেখাতে পারে, তাহলে সেটা দিয়েই সে নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারে’- বললেন পূজা সেনগুপ্ত।  

মঞ্চে পূজা সেনগুপ্ত পূজার এই পুরস্কার প্রাপ্তির পেছনে রয়েছে ২০১৯ সালের একটি প্রজেক্ট। ভিয়েতনামের বিখ্যাত নেতা হোচিমিনের জীবনকর্ম নিয়ে সে বছর একটি নৃত্য প্রযোজনা নির্মাণ করেছিলো পূজা সেনগুপ্তের প্রতিষ্ঠান ‘তুরঙ্গমী’। সেটি প্রদর্শিত হওয়ার পর দারুণ প্রশংসা পায়। এবং ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের প্যানারোমায় প্রথম বাংলাদেশি প্রযোজনা হিসেবে জায়গা করে নেয় এটি। সেখানে এটিকে বিশ্বের প্রথম জীবনীমূলক নৃত্য নাটকের স্বীকৃতি দেওয়া হয়। 

‘হোচিমিন’ নৃত্য প্রযোজনার দৈর্ঘ্য ৪০ মিনিট। এর মূল ভাবনা, নকশা, পাণ্ডুলিপি, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত। 

এর আগে ২০১৭ সালে ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করেছিলেন পূজা ও ‘তুরঙ্গমী’ সদস্যরা। ‘অনামিকা সাগরকন্যা’ শীর্ষক প্রযোজনার জন্য তারা পুরস্কারও জিতেছিলেন তখন।

/কেআই/এমএম/
সম্পর্কিত
ভিয়েতনামের ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পেলেন পূজা সেনগুপ্ত
ভিয়েতনামের ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পেলেন পূজা সেনগুপ্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’