X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফেসবুক-ইউটিউব মারাত্মক ক্ষতি করে সিনেমার!

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩৭

অন্তর্জালের এই যুগে এসে এমনটাই মনে করছেন সদ্য নির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তাই নয়, এসব মাধ্যমে চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রবিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে ফেসবুক-ইউটিউবে ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে অতিথির বক্তব্যে এমনটাই বলেন সুমন।

তার মত, একটি চলচ্চিত্র মুক্তির আগেই ফেসবুকে সমালোচনা করার ফলে সিনেমার ব্যাপক ক্ষতি হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে শাহীন সুমন বলেন, ‘ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার, ইউটিউব চ্যানেলে প্রচার-প্রচারণা করে মারাত্মক ক্ষতি করে। সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লেখে, যার কারণে দর্শক প্রতারিত হয়। দর্শকরা ভাবে এই সিনেমায় কিছু নেই, এই সিনেমা দেখব না।’

এই নির্মাতা আরও বলেন, ‘যারা লগ্নিকারক আছে, তাদের জন্য বিরাট একটা হুমকি, এই সব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে, উল্টাপাল্টা সংবাদ দিয়ে আমাদের সিনেমাকে, যারা সিনেমা নির্মাণ করে তাদের পিছিয়ে দিচ্ছে।’

অভিযোগ করেই ক্ষান্ত হননি ‘ভালোবাসার রঙ’-খ্যাত এই নির্মাতা। জানান, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন, আমরা সাইবার ক্রাইমের আওতায় আনবো এসব সমালোচকদের। চলচ্চিত্রের সমালোচনা করে উল্টাপাল্টা যারা করবে তাদেরকে আইনের আওতায় আনবো।’

পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে ১৩ জানুয়ারি। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

উক্ত অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, ‘‘চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি ‘ব্ল্যাক ওয়ার’ এই প্রত্যাশিত অবস্থাকে বেগবান করবে।’’

পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট এটি। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শুভ, পাশে সানী সানোয়ার সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরও পিছিয়ে যেত। তাই প্রিয় দর্শকবৃন্দের কাছে অনুরাধ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এই কালবিলম্বের বিষয়টি তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের পাশে থাকেন।’

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…