X
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৩:১৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৫:৪০

প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলো ট্রেন। দরজায় দাঁড়ানো রাজের রক্তাক্ত মুখ, আপ্লুত চাহনি। অন্যদিকে তার দিকে ছুটে আসছে সিমরান। কারণ বাবা বলদেব সিং বলেছেন, ‘যা সিমরান, জি লে আপনি জিন্দেগি’।

এটি যে বলিউডের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র দৃশ্য, তা বাড়তি করে বলা নিষ্প্রয়োজন। কারণ এই সিনেমার প্রায় সব দৃশ্যই মানুষের হৃদয়ে ভাস্মর। তবে ছবির শেষপ্রান্তে ট্রেনের দৃশ্যটি ঘিরে দর্শকের আবেগ-ভালোবাসার মাত্রা কিঞ্চিৎ হলেও বেশি।

সেই বিখ্যাত দৃশ্যটি অবতারণা হলো ঢাকার বিজ্ঞাপনচিত্রে। আর তাতে রাজ তথা শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করলেন ক্রিকেটার আশরাফুল, সিমরান বা কাজলের রূপে হাজির হয়েছেন সারিকা। তবে পার্থক্য হলো, এই বিজ্ঞাপনে রাজ-সিমরানের স্থানপরিবর্তন হয়েছে! অর্থাৎ সারিকা ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়েছেন, তার দিকে ছুটে গেছেন আশরাফুল।

কিন্তু শেষ মুহূর্তে ঘটনায় আরও একটি টুইস্ট দেখা গেলো। সিমরানরূপী সারিকার হাত ধরার আগেই রাজের হাতে একটি পানির বোতল ধরিয়ে দেন ফুড ভ্লগার রাফসান। সেই বোতল পেয়ে তৃষ্ণা মেটাতেই মগ্ন হয়ে যান আশরাফুল।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেই দৃশ্যে শাহরুখ খান ও কাজল ক্রিকেটের বাইশ গজের ময়দান ছেড়ে অভিনয়ে আগেও কাজ করেছেন আশরাফুল। তবে এবারের কাজটি একটু বেশি রোমাঞ্চকর ছিলো বলে জানালেন তিনি। তার ভাষ্য, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।’

‘ডিডিএলজে’র আবহে বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন মুনতাসির আকিব। গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন তৌকির রহমান ও রেহানুর রহমান। ‘ফাইন’ ড্রিংকিং ওয়াটারের জন্যই তাদের ব্যতিক্রম এই কাজ। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রটি প্রচারে এসেছে। 

/এমএম/কেআই/
সম্পর্কিত
প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান, দিলেন হল বন্ধের আলটিমেটাম!
প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান, দিলেন হল বন্ধের আলটিমেটাম!
হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দিলো ‘পাঠান’
হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দিলো ‘পাঠান’
শাহরুখের বাড়িতে অনুপ্রবেশ, ২ যুবকের নামে মামলা
শাহরুখের বাড়িতে অনুপ্রবেশ, ২ যুবকের নামে মামলা
এবার শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা
এবার শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহনাজ রহমতুল্লাহ: দৃষ্টির সীমানা থেকে হারানোর চার বছর
মৃত্যুদিনে স্মরণশাহনাজ রহমতুল্লাহ: দৃষ্টির সীমানা থেকে হারানোর চার বছর
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক