X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাবুর কণ্ঠে পুঁথিপাঠ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৩:২৩আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩:২৪

বাঙালির জৌলুসময় সংস্কৃতির যেসব অনুষঙ্গ ক্রমশ হারিয়ে গেছে বা যাচ্ছে, সেগুলোর একটি পুঁথি। কয়েক যুগ আগেও গ্রাম-বাংলার নানা প্রান্তে, ঘরে-বাহিরে পুঁথিপাঠের আসর বসতো। সেসব এখন স্বর্ণালী অতীত হয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।

হারাতে বসা সেই ঐতিহ্যকে নিজের কণ্ঠে ধারণ করলেন গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ)-এর বিখ্যাত পণ্য ‘রুহ আফজা’র প্রচারেই এই বিশেষ পুঁথি সাজানো হয়েছে। এতে বাবুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিফা আহমেদ।

মূলত বিজ্ঞাপনচিত্র আকারে বানানো হয়েছে এটি। নির্মাণ করেছেন আমিরুল মোমেনীন মানিক। পুঁথির সংগীতায়োজন করেছেন অণু মুস্তাফিজ। চিত্রায়নে মাহমুদুল হাসান, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন আবু সাইদ খান।

গাজীপুরের আশুলিয়ার ইয়ারপুরের দৃষ্টিনন্দন সবুজ প্রকৃতিতে চিত্রায়ন হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এতে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘ব্যতিক্রমী একটি কাজ করলাম। পুঁথিপাঠ যেমন শত বছরের ঐতিহ্য, ঠিক তেমনি রুহ আফজাও। অসাধারণ লোকেশন এবং গল্পের এই পুঁথিপাঠের মধ্যদিয়ে ব্রিটিশ শাসনকাল এবং মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে দেশীয় হালাল শরবত রুহ আফজার উত্থানের কাহিনি উঠে এসেছে। আমার প্রত্যাশা শুধু বিজ্ঞাপনে নয়, দেশের সংস্কৃতি পুনরুজ্জীবনেও এটি ভূমিকা রাখবে।’

নির্মাতা আমিরুল মোমেনীন মানিকের ভাষ্য, ‘হারিয়ে যাওয়া পুঁথিকে ফিরিয়ে আনতে বিজ্ঞাপনটি তৈরি করা। এতে বাবু ভাইসহ সকলে হৃদয় দিয়ে কাজ করেছেন। আশা করি নতুন প্রজন্মের কাছে কাজটি উপভোগ্য হবে।’

ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে এসেছে। বিভিন্ন টিভি চ্যানেলসহ অন্তর্জালেও এটি দেখা যাচ্ছে। 

পুঁথিপাঠে রুহ আফজার গল্প:

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)