X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঢাকায় রেডিও ফ্রান্সের প্রযোজক

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৩, ১৯:৫১আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০:২০

রেডিও ফ্রান্সের প্রযোজক ইভাঁ আমার এখন ঢাকায়। ‘রেডিও ইন ফ্রান্স অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নিতে এসেছেন তিনি। 

রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজের ন্যুভেল ভ্যাগ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হচ্ছে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে, এমনটাই নিশ্চিত করেছেন আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুন অর রশিদ।

ভাষাবিদ এবং সাংবাদিক ইভাঁ আমার ১৯৮৭ সাল থেকে রেডিও ফ্রান্সে ফরাসি ভাষায় নিযুক্ত আছেন। তিনি দীর্ঘদিন নিজ ভাষায় শিক্ষকতা করেছেন। 

ইভাঁ আমার ইতোমধ্যে ঢাকায় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও গ্রন্থাগারিকদের সঙ্গে প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছেন। বিভিন্ন বিষয় নির্বাচন, সাক্ষাৎকারের প্রযুক্তিগত দিক এবং পেশাদার পদ্ধতিতে অডিও রেকর্ডিং ও ট্রান্সক্রিপশন কৌশল নিয়ে কাজ করেছেন তিনি।

এছাড়া বক্তৃতা রেকর্ডিং এবং একইসঙ্গে ব্যাখ্যা করার কৌশল, বক্তৃতা লেখা এবং বক্তৃতার দৈর্ঘ্য কমানো সম্পর্কিত প্রযুক্তিগত সমস্যার ওপর আলোচনা করেছেন ইভাঁ আমার।

ফ্রান্স সরকারের মালিকানাধীন রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল হলো আন্তর্জাতিক রেডিও নিউজ নেটওয়ার্ক। বিশ্বের সর্বাধিক প্রচারিত রেডিওর মধ্যে এটি অন্যতম। ১৫০টিরও বেশি দেশে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা ফরাসিসহ ১২টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে আরএফআই।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন