X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঐশ্বরিয়াকে দেখার জন্য হাশমির দেড় ঘণ্টা অপেক্ষা!

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৯:২৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২০:৩১

বিশ্বসুন্দরী বলে কথা। তাকে এক নজর সামনে থেকে দেখার জন্য অনুরাগীদের ভিড় হরহামেশাই দেখা যায়। তবে সেই তালিকায় যদি বলিউড তারকা ইমরান হাশমির নামও থাকে! হ্যাঁ, ঐশ্বরিয়া রাই বচ্চনকে এক নজর দেখার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করেছেন হাশমি।

ঘটনা অবশ্য বেশ পুরোনো। ইমরান হাশমি তখনও তারকা হয়ে ওঠেননি। কাজ করতেন সহকারী পরিচালক হিসেবে। আর ঐশ্বরিয়ার জনপ্রিয়তা তখন তুঙ্গে। ওই সময়ে ঐশ্বরিয়ার ভ্যানিটি ভ্যানের সামনে টানা দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে সেই স্মৃতি শেয়ার করলেন ইমরান হাশমি। তিনি বলেন, ‘তারকা বলতে ঐশ্বরিয়ার প্রতি আমি বরাবরই নরম ছিলাম। আমি যখন সহকারী পরিচালক ছিলাম, তখন ঐশ্বরিয়ার ভ্যানের বাইরে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এমনটা এর আগে কখনও করিনি। খুব অদ্ভুত ছিল ব্যাপারটা। আমি তার অনেক বড় ভক্ত ছিলাম। শুধু এক নজর তাকে দেখতে চেয়েছিলাম।’

ঐশ্বরিয়া রাই বচ্চন মজার ব্যাপার হলো, এই ঐশ্বরিয়া রাইকে নিয়েই একবার বিস্ফোরক মন্তব্য করে বসেন ইমরান হাশমি। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে গিয়ে তাকে ‘প্লাস্টিক’ বলে সম্বোধন করেন অভিনেতা। পরে অবশ্য এর ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ‘আমি আসলে এটা বোঝাতে চাইনি। আমি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত। এটাই ওই অনুষ্ঠানের ফরম্যাট। আমি তাকে ভালোবাসি। তার কাজের মুগ্ধ দর্শক। আমি জানি মানুষ ওই কথাটিকে অনেক বড় ইস্যু বানিয়ে ফেলেছে। তাতে কী? মানুষ এমনটা সবসময়ই করে।’

প্রসঙ্গত, ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গেছে আলোচিত সিনেমা ‘টাইগার ৩’-এ। এতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। মনীশ শর্মা পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী প্রায় সাড়ে চারশ’ কোটি রুপি কালেকশন করেছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য