X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সালমানকে শুভেচ্ছা জানাননি কেন, জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮

পেশাগত জীবনে বলিউডের প্রধান দুই স্তম্ভ তারা। আর বাস্তবে ভাই কিংবা বন্ধু। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তাদের মধ্যে হৃদ্যতার সম্পর্ক। মাঝে কিছুটা ভাটা পড়েছিল বটে। তবে সেটা সারিয়ে ভ্রাতৃত্ব অটুট রেখেছেন তারা।

হ্যাঁ, শাহরুখ খান ও সালমান খানের কথাই বলা হচ্ছে। বুধবার (২৭ ডিসেম্বর) ছিল সালমানের ৫৮তম জন্মদিন। ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বলিউডবাসী সকলেই শুভেচ্ছা জানিয়েছে ভাইজানকে। কিন্তু নীরব ছিলেন শাহরুখ। তার পক্ষ থেকে কোনও শুভেচ্ছা বার্তার দেখা পায়নি নেটিজেনরা। 

এদিকে বুধবার বিকালেই টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডায় বসেন শাহরুখ। তাদের নানা প্রশ্নের উত্তর দেন। আর সেখানেই এক ভক্ত সালমান খানের একটি ছবি পোস্ট করে কিং খানের উদ্দেশে বলেন, ‘আজ বড় ভাই সালমান খানের জন্মদিন’।

এই মন্তব্যের জবাবে শাহরুখ খান বললেন, ‘হ্যাঁ, আমি জানি এবং তাকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি এসব সোশ্যাল মিডিয়ায় করি না, কারণ সম্পর্কটা তো ব্যক্তিগত; তাই না? আর হ্যাঁ, ভাইয়ের এই ছবিটা কিন্তু দারুণ!’

শাহরুখের প্রতিক্রিয়া শাহরুখের কাছ থেকে শুভেচ্ছা বার্তা না দেখে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম পর্যন্ত গুঞ্জন ছড়িয়ে যায় যে, ফের সালমানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু টুইটের মাধ্যমে শাহরুখ বুঝিয়ে দিলেন, তাদের ভ্রাতৃত্ব এখনও অক্ষত, অটুট রয়েছে।

উল্লেখ্য, শাহরুখ ও সালমানকে একসঙ্গে বেশ কয়েকবার সিনেমায় দেখা গেছে। তবে সর্বশেষ তারা হাজির হয়েছেন ‘টাইগার ৩’-এ। সালমানের এই ছবিতে লম্বা ক্যামিও (অতিথি চরিত্র) দিয়েছেন শাহরুখ। আগামীতে তাদের দুজনকে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় দেখা যেতে পারে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’