X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশাত্মবোধক গানে পান্থ কানাই

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৮:০৮আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৯:৫৯

তার কণ্ঠে আছে ভিন্নতা। যেটার আঁচ মুগ্ধ করে শ্রোতাদের। একটা সময় তুমুল জনপ্রিয় ছিলেন। মাঝে ম্রিয়মাণ সময় পেরিয়ে আলোচনার টেবিলে ফিরেছেন কোক স্টুডিও বাংলায় গান করে। তিনি পান্থ কানাই। এখন গানে যেমন সরব, তেমনি সময় দিচ্ছেন অভিনয়ে, লেখালেখিতে।

এই ফাঁকেই একটি বিশেষ গানে কণ্ঠ দিলেন পান্থ কানাই। যেটার শিরোনাম ‘জীবনের দামে কেনা’। গানটি বিশেষ, কারণ এর মর্মবাণী দেশাত্মবোধক। ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষেই গানটি করেছেন তিনি। এ গানের কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘অনেক দিন পর দেশাত্মবোধক গান করেছি। এরকম গানের প্রতি আমার সবসময় একটা টান থাকে। এছাড়া এই গানটির কথা ও সুর পছন্দ হয়েছে আমার। তাই গাইলাম। নিজের পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।’

পান্থ কানাইয়ের সঙ্গে গীতিকার ও সুরকার গানের সুরকার ও সংগীত পরিচালক অন্তু গোলন্দাজ বললেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন সবাই ভাইরাল হওয়ার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশাত্মবোধের গান করেছি। আশা করি আমাদের এই প্রয়াস শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’

জানা গেছে, জানালা ইউটিউব চ্যানেলে স্বাধীনতা দিবসে প্রকাশ হবে গানটি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…