X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৬:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:২৮

বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর। তাদের প্রযোজনা বরাবরই কুড়ায় প্রশংসা। ঈদ ও বৈশাখ উৎসব পরবর্তী চুপচাপ সময়ে দলটি হাজির হচ্ছে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নতুন দুটি নাটকের প্রদর্শনী নিয়ে।

একটি ‘অভিনেতা’ অন্যটি ‘টিনের তলোয়ার’। একই মঞ্চে পরপর দু’দিন মঞ্চায়ন হতে যাচ্ছে নাটক দুটির। ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে অনন্ত হিরার নির্দেশনায় উৎপল দত্তের লেখা ‘টিনের তলোয়ার’-এর চতুর্থ প্রদর্শনী এবং ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় অনন্ত হিরার লেখা আর নূনা আফরোজের নির্দেশনায় ‘অভিনেতা’ নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

‘অভিনেতা’ নাটকটি মঞ্চে আসে গত মার্চ মাসের ৮ তারিখ আর ‘টিনের তলোয়ার’ নাটকটি মঞ্চে আসে ১৪ এপ্রিল (১লা বৈশাখ)। প্রাঙ্গণেমোর কর্তা অনন্ত হিরা জানান, এরই মধ্যে নাটক দুটি নাট্যাঙ্গণে সবার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি শো হাউজফুল দর্শক হয়েছে।

‘অভিনেতা’ নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ। ‘টিনের তলোয়ার’-এ অভিনয় করছেন অনন্ত হিরা, আউয়াল রেজা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান