X
রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

হঠাৎ সরে দাঁড়ালো ‘জংলি’, ‘তুফান’ নাকি ঘূর্ণিঝড়!

সুধাময় সরকার
০১ জুন ২০২৪, ২০:৫০আপডেট : ০২ জুন ২০২৪, ১৩:৫৭

ঈদে ছবি মুক্তি দেওয়া মানে রীতিমতো যুদ্ধে নামা। সেই যুদ্ধে অংশ নেওয়ার আগাম ঘোষণা দিয়েছিলো টিম ‘জংলি’। নায়ক সিয়ামের ‘তামিল’ লুক প্রকাশ করে দিয়েছিলো চমক ও সমালোচনার জন্ম। দ্রুতলয়ে এগিয়ে চলছিলো শুটিং ও সম্পাদনা। সঙ্গে নানাবিধ প্রচারণা ও গান তৈরির আভাস। তবে হঠাৎ করেই থেমে গেল সেই আগাম যুদ্ধের সাইরেন।  

জুনের প্রথম দিন (১ জুন) নির্মাতা এম রাহিম জানান দিলেন, এই যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা। অথচ ক’দিন আগেও (২৯ মার্চ) অ্যানাউন্সমেন্ট পোস্টারের মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি চূড়ান্ত জানিয়েছে সংশ্লিষ্টরা। তাহলে কেন যুদ্ধের ঘোষণা দিয়েও আগাম পরাজয় মেনে নেওয়া!

নির্মাতা এম রাহিম কারণ হিসেবে জানালেন সময়-স্বল্পতার অজুহাত। বললেন, ‘টানা শুটিং করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনএথিক্যাল হবে। সেজন্যই আমরা পূর্বের ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’

অবশ্য অনেকেই ফিসফাস করছিলো দু’দিন ধরে, শাকিবের ‘তুফান’ দাপটে যুদ্ধের ময়দান থেকে প্রত্যাহারের সিদ্ধান্তে গেছে ‘জংলি’! নির্মাতার অকপট জবাব, “তুফান’ আর ‘জংলি’ এক জনরার সিনেমা নয়। ‘তুফান’ আসবে– এটি জেনে-বুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম। আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে, ঘুরেফিরে তো একই টিম আমরা। ‘তুফান বনাম জংলি’ কখনোই আমরা সমর্থন করি না; বরং আমরা বিশ্বাস করি ‘তুফান ও জংলি’তে। ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত। তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের বাজার বড় হবে।” 

‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রাহিমের। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন সিয়াম আহমেদকে। মিলেছে সফলতাও। সেই ধারাবাহিকতায় সিয়াম-রাহিম জুটি শুরু করেছে ‘জংলি’ প্রজেক্ট। 

নির্মাতা জানালেন কুরবানির ঈদের আমেজ থাকতে থাকতেই মুক্তি পাচ্ছে ‘জংলি’। এরমধ্যে নিয়মিত বিরতিতে চলবে ছবিটির প্রমোশন। ঈদের আগেই প্রকাশ হবে ‘জংলি’র বিশেষ চমক।

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। 

ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

জানা কথা, এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে ঘূর্ণিঝড় বইয়ে দিয়েছে শাকিব খান-রায়হান রাফীর ‘তুফান’-গান। ‘লাগে উরাধুরা’ নামের গান দিয়ে চারদিক উন্মাতাল। ধারণা করা হচ্ছে, শাকিব খান ও রায়হান রাফীর অতীতের সকল একক রেকর্ড ভেঙে দেবে ‘তুফান’ সিনেমা।

/এমএম/
সম্পর্কিত
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
বিনোদন বিভাগের সর্বশেষ
আঘাত পাননি, তাহলে যুক্তরাষ্ট্রে কেন শাহরুখ?
আঘাত পাননি, তাহলে যুক্তরাষ্ট্রে কেন শাহরুখ?
বুবলীর নায়ক জীবন!
বুবলীর নায়ক জীবন!
না ফেরার দেশে ‘ডন’ খ্যাত নির্মাতা চন্দ্র বারোট
না ফেরার দেশে ‘ডন’ খ্যাত নির্মাতা চন্দ্র বারোট
ফিরলেন প্লেব্যাকে...
ফিরলেন প্লেব্যাকে...
২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব সাজবে যেভাবে
২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব সাজবে যেভাবে