X
রবিবার, ১৪ জুলাই ২০২৪
৩০ আষাঢ় ১৪৩১

ঈদের পর প্রথম মূকাভিনয় প্রদর্শনী

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ০০:২৩আপডেট : ২৩ জুন ২০২৪, ০০:২৩

বাংলাদেশের তরুণ মূকাভিনয়শিল্পী নিথর মাহবুব। ছোটদের টিভি চ্যানেল দুরন্ত-এর ‘দুরন্ত সময়’ অনুষ্ঠানে ‘মূকাকু’ চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি এখন মূকাকু হিসেবেও পরিচিতি। ঈদ উৎসবের আমেজ পেরিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ (২৩জুন) সন্ধ্যা ৭টায় রয়েছে এই শিল্পীর একক মূকাভিনয় প্রদর্শনী। 

মাইম আর্টের প্রযোজনায় দেড় ঘণ্টার এই প্রদর্শনীতে নিথর মাহবুবকে পাওয়া যাবে একক মূকাভিনয় প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’-এ। পাশাপাশি তার জনপ্রিয় খণ্ড মূকাভিনয়গুলো প্রদর্শন করবেন। যার মধ্যে আছে ‘বাংলাদেশ’, ‘ইভটিজিং’, ‘অনুশোচনা’, ‘ওভার কনফিডেন্স’, ‘বোকার সার্কাস’, ‘আত্মঘাত’, ‘নারী নির্যাতন’ প্রভৃতি। 

মূকাভিনয়গুলো রচনা করে নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই। মিউজিক করেছেন শুভাশীষ দত্ত তন্ময়।

বাস্তবে নিথর মাহবুব নিথর মাহবুব বলেন, ‘ঈদের আনন্দ শেষ হওয়ার পর আমার এই একক মূকাভিনয়ের মাধ্যমে দর্শক আবারও আনন্দে ফিরবে আশা করছি। শিশু-কিশোররা মূকাভিনয় খুব পছন্দ করে। মূকাভিনয় তাদের ভাবনার জগতকে প্রসার করে। তাই অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানদের সঙ্গে নিয়ে এই প্রদর্শনী দেখতে আসুন।’

এদিকে, শিল্পের নানা মাধ্যমে বিচরণ রয়েছে নিথর মাহবুবের। তবে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে তিনি মূকাভিনয় শিল্পী হিসেবে বেশি পরিচিত। মঞ্চের পাশাপাশি বর্তমানে টিভি নাটকেও তিনি নিয়মিত অভিনয় করছেন। এবার ঈদে প্রচার হয়েছে তার অভিনীত দুটি নাটক। এর মধ্যে ‘নানা বাড়িতে ঈদ’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত গানও করছেন। সর্বশেষ ‘মুদ্রাস্ফীতি’ শিরোনামে গান প্রকাশ হয়েছে তার। মূকাভিনয়ে নিথর মাহবুব

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মঞ্চে ফিরছে একলব্য-দ্রৌপদী
মঞ্চে ফিরছে একলব্য-দ্রৌপদী
টলিউডে নয়, ফারিণের ‘পাত্রী চাই’ হচ্ছে বলিউডে!
মুখোমুখি ‘লাপাতা লেডিস’ চিত্রনাট্যকারটলিউডে নয়, ফারিণের ‘পাত্রী চাই’ হচ্ছে বলিউডে!
লেখা ঢাকায় শুটিং কলকাতায়, মুক্তি কবে ও কোথায়
লেখা ঢাকায় শুটিং কলকাতায়, মুক্তি কবে ও কোথায়
শাকিব খানের ‘আপনজন’ তারা!
শাকিব খানের ‘আপনজন’ তারা!
চন্দনার নতুন গান ‘মনযমুনা’
চন্দনার নতুন গান ‘মনযমুনা’