X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

লোকার্নো উৎসবে পুরস্কার পাচ্ছেন শাহরুখ, থাকছে ‘দেবদাস’

বিনোদন ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৯:৫৪আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২০:০৪

সুইজারল্যান্ডে মর্যাদাপূর্ণ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে থাকছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। অভিনয়জীবনে কৃতিত্বের পুরস্কার হিসেবে ‘পার্দো আলা কারিয়েরা’ পাবেন তিনি। আগামী ১০ আগস্ট লোকার্নো শহরের পিয়াৎসা গ্র্যান্দেতে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

ভারতের শতাধিক চলচ্চিত্রে অসাধারণ নৈপুণ্যের জন্য শ্রদ্ধা নিবেদন হিসেবে শাহরুখকে মর্যাদাসম্পন্ন এই স্বীকৃতি দেওয়া হবে। পুরস্কার বিতরণের পর তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ‘দেবদাস’-এর প্রদর্শনী থাকছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবিটি ২০০২ সালে মুক্তি পায়। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত।

উৎসবে আগামী ১১ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পাৎসিও সিনেমা ফোরামে প্যানেল কথোপকথনে অংশ নেবেন শাহরুখ। দর্শকদের জন্য তার আলাপ উপভোগের সুযোগ উন্মুক্ত থাকবে।  

শাহরুখ খান লোকার্নো চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা অ্যা. নাজারো বলেন, “শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তিকে লোকার্নোতে স্বাগত জানাতে পারা আমাদের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি এমন একজন রাজা, যারা তাকে মুকুট দিয়েছেন সেই দর্শকদের সঙ্গে বরাবরই সম্পৃক্ত থেকেছেন তিনি। সাহসী অভিনেতা হিসেবে নিজেকে সবসময় চ্যালেঞ্জ জানিয়েছেন শাহরুখ। তার চলচ্চিত্র থেকে দর্শক যা আশা করে সেদিকে বরাবরই নিবেদিত থেকেছেন তিনি। তিনি সত্যিকার অর্থেই ‘জনগণের নায়ক’, পরিশীলত ও মাটির কাছাকাছি থাকা আমাদের সময়ের একজন কিংবদন্তি তিনি।”

লোকার্নো চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, “শাহরুখ খান ভারতে ‘কিং খান’ নামে পরিচিত। বলিউডের এই বাদশা হিন্দি সিনেমার প্রাণশক্তি ও স্পন্দনের জীবন্ত প্রতীক। তার অনেক চলচ্চিত্র বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সারাবিশ্বে তিনি জনপ্রিয় একটি নাম। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৫৮ বছর বয়সী এই অভিনেতা-প্রযোজক ভারতের কয়েকজন বিশিষ্ট পরিচালক ও তারকার সঙ্গে কাজ করেছেন এবং অভাবনীয় সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ফ্রান্স সরকার তাকে ২০০৭ সালে ‘অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ এবং ২০১৪ সালে লিজন অব অনার খেতাব দিয়েছে। এছাড়া ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ও ভারত সরকারের পদ্মশ্রী খেতাবে ভূষিত হয়েছেন তিনি।”

উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে শাহরুখের ক্যারিয়ারের সেরা কয়েকটি চলচ্চিত্র হিসেবে ‘বাজিগর’ (১৯৯৩), ‘ডর’ (১৯৯৩), ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘দিল সে’ (১৯৯৮), ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র (২০২৩) নাম উল্লেখ করা হয়েছে।

দেবদাস পার্দো আলা কারিয়েরা পুরস্কারটি এর আগে পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন, গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাস, ইতালিয়ান অভিনেত্রী ক্লাউদিয়া কার্দিনালে, পরিচালক ফ্রান্সেসকো রজি, সার্জো কাস্তেলিত্তো, সুইস অভিনেতা ব্রুনো গাঞ্জ, হংকংয়ের পরিচালক জনি টো, আমেরিকান গায়ক-অভিনেতা হ্যারি বেলাফন্ট, ফরাসি অভিনেত্রী বুল ওজিয়ের, স্প্যানিশ পরিচালক ভিক্টর এরিসে, জার্মান অভিনেতা মারিও আডর্ফ প্রমুখ।

পার্দো আলা কারিয়েরা পুরস্কার প্রবর্তনে সহায়তা করে থাকে উৎসবের পর্যটন অংশীদার অ্যাসকোনা-লোকার্নো ট্যুরিজম। লেক মাজ্জোরে ও লোকার্নোর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানকে কেন্দ্র করে পর্যটনের বিকাশ ও প্রচারণার দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ৭ আগস্ট শুরু হয়ে ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব চলবে ১৭ আগস্ট পর্যন্ত। শাহরুখ খান

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?   
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?  
‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ, নির্মাতা সেই সিদ্ধার্থ আনন্দ
‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ, নির্মাতা সেই সিদ্ধার্থ আনন্দ
মাছির আশায় মুখে মধু মেখেছিলেন শাহরুখ!
মাছির আশায় মুখে মধু মেখেছিলেন শাহরুখ!
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
লিওনার্দোর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন শাহরুখ!
বিনোদন বিভাগের সর্বশেষ
ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’
ভালোবাসা দিবসে তৌসিফ-আইশার ‘ব্যথার বাগান’
যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি
যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি
রটারড্যামে পৌঁছে গেছেন জয়া
রটারড্যামে পৌঁছে গেছেন জয়া
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
‘দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা প্রেমিকের মতো দেখতে’
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?   
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?