X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে বারুদের গন্ধ, স্বস্তিকার অস্থিরতা

বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১২:৪১আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৫:৪৭

টলিউডের স্বস্তিকা মুখার্জিকে বেশিরভাগ দর্শকই শরীরী বিবেচনায় দেখতে পছন্দ করেন। অথচ তিনি অভিনেত্রী হিসেবে কতোটা উঁচু, সেটি বলার অপেক্ষা রাখে না। তার সাম্প্রতিক কাজ ‘বিজয়া’ কিংবা ‘বিজয়ার পরে’ সেই প্রতিভার সর্বশেষ দুটি পালক। তবে গ্ল্যামার আর অভিনয়ের বাইরে স্বস্তিকা আরও বিস্তৃত সুন্দর। মানে ব্যক্তি হিসেবে।

এখন এই অভিনেত্রী অবস্থান করছেন দূর যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই তার মন পুড়ছে বাংলাদেশে চলমান অস্থিরতা আর রক্তপাতের জন্য। অথচ পৃথিবীজুড়ে রোজই তো কতো কতো ভয়ংকর ঘটনা ঘটে চলেছে, এমনকি ‍যুদ্ধও। সেসব ছাপিয়ে স্বস্তিকা যে বাংলাদেশের জন্য অস্বস্তি আর অস্থিরতা প্রকাশ করেছেন, সেটাও কম স্বস্তিকর নয় বাংলাদেশের মানুষের জন্য।

১৮ জুলাই বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় স্বস্তিকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন বিস্তর কথা। যার পুরোটাই বাংলাদেশ। কখনও তিনি দেশটাকে নিয়ে স্মৃতিকাতর, কখনও মুগ্ধ কখনও প্রকাশ করেছেন অস্থিরতা। প্রত্যাশা করেছেন উত্তাল দেশটি আবার শান্ত হবে।

২০২৪ জানুয়ারিতে ঢাকা চলচ্চিত্র উৎসবে স্বস্তিকা স্বস্তিকা লিখেছেন, ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনও খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’

এ যেন বিলম্ব প্রতিক্রিয়ার জন্য বাংলাদেশের প্রতি স্বস্তিকার জবাবদিহি। যেমন জবাবদিহি করেছিলেন আমেরিকা থেকে ফিরে চঞ্চল চৌধুরী। আবার এমনও নয়, স্বস্তিকার সঙ্গে ঢালিউডের অনেক প্রজেক্ট কিংবা সংযোগ। সে অর্থে একদমই নয়, যেমনটা ঋতুপর্ণা বা পরমব্রতদের গড়ে উঠেছে।

বিলম্ব প্রতিক্রিয়ার কারণ ব্যাখ্যার পর বাংলাদেশ নিয়ে স্মৃতিকাতর হলেন স্বস্তিকা। বললেন, ‘‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীর নগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’’

এরপর কবিতার দুটি চরণ তুলে ধরলেন অভিনেত্রী-

‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়

দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ 

তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?

নিচু হয়ে বসে হাতে তুলে নিই 

তোমার ছিন্ন শির, তিমির।’

সংঘাতের ময়দান থেকে স্বস্তিকার ফের ফিরলেন বাংলাদেশের আপ্যায়ন আর সমৃদ্ধ সংস্কৃতি ও সংগ্রামে। স্বস্তিকা বললেন, ‘এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি। খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না। অমন সুন্দর করে সারা রাস্তাজুড়ে ভাষার আলপনা আর কোথায় দেখবো? নয়ন-জুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব।’

এমন সুন্দর বাংলাদেশে এখন গোলাবারুদের গন্ধে দূর যুক্তরাষ্ট্রে বসেই পার করছেন অস্থির সময়। অভিনেত্রীর ভাষায়, ‘আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো- সেই আমাদের আলো…। আলো হোক, ভাল হোক সকলের।’

বলা দরকার, বাংলাদেশের চলমান রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের পক্ষে বা বিপক্ষে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি টলিউডের আরেক বড় অভিনেত্রী জয়া আহসান। যিনি আপাতত ব্যস্ত রয়েছেন তার ঢাকার ছাদবাগানের ফুল-পাখি-ফল-লতা-পাতা নিয়ে! ঢাকার ছাদবাগানে সাম্প্রতিক জয়া আহসান

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
রাতের পেঁচা এ আর রাহমান!  
রাতের পেঁচা এ আর রাহমান!  
৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’
৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’