X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রিয়াঙ্কা-দীপিকার পথে দিয়া মির্জা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৬:৫২আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৭:০৬

বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে শিগগির দেখা যাবে ইন্দো-ইরানি সিনেমা ‘সালাম মুম্বাই’-এ। সিনেমাটি পরিচালনা করেছেন গোরবান মোহাম্মদপউর। এতে অভিনয়ের জন্য ইরাকের প্রচুর মানুষ দিয়া মির্জাকে ভালোবাসা জানিয়েছেন।

দিয়া মির্জাইন্ডিয়ান এক্সপ্রেসকে দিয়া বলেন, ‘প্রথমবারের মতো ভারত ও ইরান যৌথভাবে একটি সিনেমা তৈরি করছে। আমি সৌভাগ্যবান যে, ইরানের সবচেয়ে বড় সুপারস্টারের (মোহাম্মদ রেজা গোলজার) সঙ্গে কাজ করছি। ইরানের লোকেরা তাকে প্রচণ্ড ভালোবাসে। আর ইরানের মানুষরা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকেও ভালোবাসার কথা জানাচ্ছেন।’

দিয়া জানান, শিল্পী হিসেবে এ ধরনের কোনও কাজে যুক্ত হওয়া তার জন্য অনেক বড় সুযোগ। তিনি বলেন, ‘এ ধরনের সুযোগ অনেক বেশি মানুষের কাছাকাছি যেতে সহযোগিতা করে। বিনিময়ে পাওয়া যায় এসব মানুষের ভালোবাসা।’

বলিউড ছাড়িয়ে হলিউডে পদার্পণ করে ভারতের মুখ উজ্জ্বল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক সিনেমায় এ দুই অভিনেত্রীর পর দিয়া মির্জাও তাদের পদাঙ্ক অনুসরণ করলেন। প্রিয়াঙ্কা হলিউড সিনেমা ‘বেওয়াচ’ এ অভিনয় করছেন। সঙ্গে রয়েছে তার টেলিভিশন সিরিয়াল ‘কোয়ানটিকো’। আর দীপিকা সাইন করেছেন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’।
দিয়া বলেন, ‘চলচ্চিত্রের জন্য এটা একটা দারুণ ধাপ। বেশ কিছু আন্তর্জাতিক সিনেমায় আমাদের পদার্পণ ঘটছে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পারফরম্যান্স দেখানোর সুযোগ পাচ্ছেন ভারতীয় শিল্পীরা। এমনকি সম্পাদনাকারী, সিনেমাটোগ্রাফার ও পরিচালকরাও আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করছেন।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…