বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক স্মরণে নন্দিত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী লিখেছিলেন একটি বিশেষ গান। সেটাও বহু বছর আগে। তবে গানটি প্রকাশের আগেই নির্মাতার পথ ধরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গীতিকবিও।
দীর্ঘদিনের অপ্রকাশিত এই গানটির নাম ‘স্মরণে ঋত্বিক’। যা অবশেষে ডানা মেলেছে মুক্তির আলোয়। গত ১৪ ফেব্রুয়ারি গানটি শুধুমাত্র এফএম রেডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবসে (৬ ফেব্রুয়ারি) গানটির কণ্ঠশিল্পী নাফিস কামাল ঘোষণা দেন যে, কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে (২২ ফেব্রুয়ারি) গানটির অ্যানিমেটেড ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে অন্তর্জালে। তার আগেই প্রকাশ করা হলো অডিও ট্র্যাক।
নাফিস কামালের কণ্ঠে গানটির সুর করেছেন সৈয়দ কল্লোল এবং সংগীতায়োজন করেছেন তুষার রহমান।
গানটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কুল এক্সপোজার, সহযোগিতায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অ্যানিমেটেড মিউজিক ভিডিওর প্রডাকশনে রয়েছে স্টুডিও আবোল তাবোল।
প্রযোজক সংস্থা কুল এক্সপোজারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মিথুন বলেন, ‘এই গানটি শুধু সংগীত নয় বরং দুই কিংবদন্তি শিল্পীর শিল্পচিন্তা ও আবেগের প্রতিফলন। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর এটি প্রকাশ হলো, যা সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার।’