ফের গান গাইতে মঞ্চে ফিরছেন গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। প্রায় আড়াই বছর তিনি স্টেজ শো থকে দূরে আছেন। কারণ, একমাত্র ছেলের অসুস্থতা!
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব-পুত্র নিবিড় কানাডায় গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। যে চিকিৎসা এখনও চলমান। এরপর গান থেকে অনেকটাই দূরে সরে যান কুমার বিশ্বজিৎ। এমনকি স্টেজ শো থেকেও নিজেকে সরিয়ে রাখেন।
পুত্রের চিকিৎসার জন্য পুরো সময়টা তিনি স্ত্রীসহ কানাডাতেই বসবাস করছেন। তবে কুমার বিশ্বজিৎ–ভক্তদের জন্য সুখবর, আবার নতুন গান ও স্টেজ শোতে ফিরছেন এই সংগীতশিল্পী।
কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, কানাডার টরন্টো থেকে তার স্টেজ শো শুরু হতে যাচ্ছে। এরপর প্যারিস, নিউজিল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দলবল নিয়ে স্টেজ শো করবেন তিনি।
তিনি বলেন, ‘অনেক দিন ধরে আয়োজকেরা চাইছিলেন, দেশে ও দেশের বাইরের স্টেজ শোতে ফিরি। কিন্তু মানসিক অবস্থা এমন ছিল যে, কোনোভাবে ইচ্ছা করছিল না কোথাও গাওয়ার। গান তো ইমোশন দিয়ে করার ব্যাপার, সেই ইমোশন সত্যি বলতে কাজ করছিল না। এর মধ্যেও অনুরোধে গত দুই বছরে দু–একটা শো করতে হয়েছে। এখন যেহেতু নিবিড়ের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে, তাই টানা কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন কয়েকটি গান নিয়েও পরিকল্পনা চলছে।’
তিনি জানিয়েছেন, আগামী ২২ জুন কানাডার টরন্টোতে একটি কনসার্টে গাইবেন। এমনকি জুলাইতে প্যারিসে কনসার্ট করবেন। নিউজিল্যান্ডেও কনসার্ট নিয়ে কথা চলছে। আগস্টে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করবেন। এছাড়া, ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি।
বলা প্রয়োজন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কুমার নিবিড় কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।