X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৩:৫৭আপডেট : ১৮ মে ২০২৫, ১৩:৫৭

ফ্যাশন মানুষের রুচিবোধকে প্রকাশ করে। হালের ফ্যাশন কালচার এবং স্টাইলকে তুলে ধরার লক্ষ্যে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে তথ্যবহুল নতুন শো ‘ফ্যাশন ক্যানভাস’।

প্রযোজক ও পরিকল্পক মেহেদী হাসান সোমেন জানান, মূলত এটি একটি লাইফ স্টাইল শো। যা দেশের জনপ্রিয় সব ফ্যাশন হাউজগুলোর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে। ফ্যাশন ক্যানভাসের বিভিন্ন পর্বে থাকছে বিশ্বরঙ, বিবি প্রোডাকশনস, কে ক্রাফট, ক্যাটস আই, দেশাল, খুঁত, এনিগমা, জেভার, সামার বাই সানজিদার মতো ফ্যাশন প্রতিষ্ঠানগুলো। 

এই অনুষ্ঠান ডিজাইন করা হয়েছে তিনটি ধাপে। কখন কোন সময়ে কী ধরনের পোশাক, অর্নামেন্টস, এমনকি মেকআপ করতে হবে, তার বৃত্তান্ত থাকবে এই শোজুড়ে। সেখানে পোশাকের ডিজাইনের ওপর থাকবে ডিজাইনারের ভাবনা। কেমন করে এই ডিজাইনের পোশাক তৈরির চিন্তা এলো, কোন সময়ে কী ধরনের পোশাকের ব্যবহার হবে, তা নিয়েও থাকবে আলাপ। অনুষ্ঠানে অংশ নেওয়া মডেল পাশাপাশি থাকছে আরও নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা। দ্বিতীয় ধাপে যুক্ত হবে অর্নামেন্টের নান্দনিক ডিজাইন এবং তার ব্যবহার। যেখানে গহনার সম্পর্কে থাকবে চমকপ্রদ অনেক তথ্য। তৃতীয় ধাপে যুক্ত হবে সময়োপযোগী মেকআপ। ইনডোর এবং আউটডোর মেকআপের ধরণ, সাথে থাকবে মেকআপ নিয়ে বিভিন্ন টিপস। শেষ ধাপে এগুলো একজন মডেলের মাধ্যমে উপস্থাপিত হবে। 

প্রযোজক মেহেদী হাসান সোমেন জানান, ১৯ মে থেকে প্রতি সোমবার রাত ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নুসরাত ফারিয়াকে বিদেশ যেতে বাধা
নুসরাত ফারিয়াকে বিদেশ যেতে বাধা
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
‘তাণ্ডব’–এর পূর্বাভাস দিলেন শাকিব-জয়া!
‘তাণ্ডব’–এর পূর্বাভাস দিলেন শাকিব-জয়া!
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর