X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মুক্তি পাচ্ছে সৈকত রেজার প্রথম টেলিছবি

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৫:০৬আপডেট : ২১ মে ২০২৫, ১৫:০৬

মূলত মিউজিক ভিডিওর জন্য নাম কামিয়েছেন সৈকত রেজা। বানিয়েছেন চার শতাধিক গানের গল্প। তবে সাম্প্রতিককালে এই নির্মাতা মন বসিয়েছেন নাটক নির্মাণে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অপূর্ব-কেয়া পায়েলের ‘দুটি হৃদয়’, তৌসিফ মাহবুব-তাসনিয়া ফারিণকে নিয়ে ‘পপুলার প্রেমিক’ এবং মিশু সাব্বির-ফারিয়া শাহরিনকে নিয়ে ‘এক্স’।

নাটকের ধাপ পেরিয়ে এবার সৈকত রেজা হাজির হচ্ছেন প্রথম টেলিছবি নিয়ে। নাম ‘অ্যাজেন্ট নূর’। নির্মাতা জানান, ভাইরাস ও একটি গোয়েন্দা দলের গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন তিনি। যার মাধ্যমে উপহার দিতে চলেছেন নতুন জুটি নির্জন নাহুয়েল ও আরোহী মিমকে।

এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সোমু চৌধুরী, ফারুক আহমেদ, সাব্বির সিনরা, নন্দী, মোহতারাম বিল্লাহ, মনিসহ অনেকে। সৈকত রেজা ‘অ্যাজেন্ট নূর’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাহিদ হাসনাত, সাব্বির সিনরা ও নির্জন নাহুয়েল। প্রযোজনায় জামাল হোসেন।

নির্মাতা সৈকত রেজা বলেন, ‘ছোটপর্দার নির্মাতারাও এখন বিভিন্ন গল্পনির্ভর কাজ নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও গতানুগতিক গল্পের বাইরে থ্রিলারধর্মী এই কাজটি নির্মাণ করার চেষ্টা করেছি। টেলিছবিটির নাম শুনলে এটির গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা যায়। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’

নির্মাতা জানান, শুক্রবার (২৩ মে) রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে তার ‘অ্যাজেন্ট নূর’। আরোহী মিম ও নির্জন নাহুয়েল

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান