দেড় দশক আগে ‘চিরঅধরা’ দিয়ে শ্রোতামনে জায়গা করে নেন মিফতাহ জামান। তবে প্রথম একক অ্যালবাম ‘দ্বিতীয়া’ প্রকাশ করেন ২০১২ সালে। এর বছর দুয়েক পর আনেন দ্বিতীয় অ্যালবাম ‘আদরের শুকতারা’।
অতঃপর বিভিন্ন মাধ্যমে সিঙ্গেল গান করলেও অ্যালবাম আর ফেরেননি। দীর্ঘ ১১ বছর পর অবশেষে প্রকাশ করলেন নিজের তৃতীয় অ্যালবাম ‘এক পশলা বৃষ্টি’। ২২ মে অ্যালবামটি উন্মুক্ত করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।
জামান জানান, এ অ্যালবামে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্টাল। বাকি চারটি গানের মধ্যে টাইটেল গানটি লিখেছেন নিজেই। এছাড়া ‘হৃদয় কেন ভরালে’ ও ‘তোমার সীমান্তে’ লিখেছেন রাব্বী আহমেদ এবং ‘নেই অবসর’ লিখেছেন তুষার হাসান।
গানগুলো অডিও আকারেই উন্মুক্ত করা হয়েছে। মিফতাহর মতে, তার অধিকাংশ মৌলিক গানেরই ভিডিও নেই; শ্রোতারা ভালবেসে মনে মনে যে দৃশ্যপট ভেবে নেন, এর চেয়ে ভালো আর কিইবা হতে পারে!