X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৬:৪৭আপডেট : ২৩ মে ২০২৫, ১৬:৪৭

দেড় দশক আগে ‘চিরঅধরা’ দিয়ে শ্রোতামনে জায়গা করে নেন মিফতাহ জামান। তবে প্রথম একক অ্যালবাম ‘দ্বিতীয়া’ প্রকাশ করেন ২০১২ সালে। এর বছর দুয়েক পর আনেন দ্বিতীয় অ্যালবাম ‘আদরের শুকতারা’। 

অতঃপর বিভিন্ন মাধ্যমে সিঙ্গেল গান করলেও অ্যালবাম আর ফেরেননি। দীর্ঘ ১১ বছর পর অবশেষে প্রকাশ করলেন নিজের তৃতীয় অ্যালবাম ‘এক পশলা বৃষ্টি’। ২২ মে অ্যালবামটি উন্মুক্ত করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

জামান জানান, এ অ্যালবামে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্টাল। বাকি চারটি গানের মধ্যে টাইটেল গানটি লিখেছেন নিজেই। এছাড়া ‘হৃদয় কেন ভরালে’ ও ‘তোমার সীমান্তে’ লিখেছেন রাব্বী আহমেদ এবং ‘নেই অবসর’ লিখেছেন তুষার হাসান।‘ভালো থেকো’খ্যাত এই গায়ক বলেন, ‘‘গানগুলো বেশ আগের। কিন্তু কিছুতেই প্রকাশ করা হয়ে উঠছিল না। গান তৈরি এবং শোনার আনন্দ বাদ দিয়ে অন্য আনুষঙ্গিক বিষয়ে একটু বেশিই ভাবছিলাম। সব দ্বিধা ঝেড়ে এবার প্রকাশ করেই ফেললাম। আর এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়াতে মনে হয়েছে ‘এক পশলা বৃষ্টি’ নামটিই উপযুক্ত।’’

গানগুলো অডিও আকারেই উন্মুক্ত করা হয়েছে। মিফতাহর মতে, তার অধিকাংশ মৌলিক গানেরই ভিডিও নেই; শ্রোতারা ভালবেসে মনে মনে যে দৃশ্যপট ভেবে নেন, এর চেয়ে ভালো আর কিইবা হতে পারে!

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয়ে একসঙ্গে প্রীতম-জেফার, নির্মাণে শিহাব শাহীন
অভিনয়ে একসঙ্গে প্রীতম-জেফার, নির্মাণে শিহাব শাহীন
গ্রেফতার আলিয়া ভাটের সহকারী
গ্রেফতার আলিয়া ভাটের সহকারী
সেদিন আমি একাই কেঁদেছি: পারসা
সেদিন আমি একাই কেঁদেছি: পারসা
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
নতুন বার্তা নিয়ে ‘সুপারম্যান’ আসছে বাংলাদেশে
নতুন বার্তা নিয়ে ‘সুপারম্যান’ আসছে বাংলাদেশে