X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিজেকে ফিল্মফেয়ার পুরস্কারের উপযুক্ত ভাবেন না অক্ষয়!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৩

অক্ষয় কুমার
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে চারবার মনোনয়ন পাওয়ার পরও কোনওবার সেরা অভিনেতার পুরস্কার পাননি ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। এবার নিজের হতাশার কথা আর গোপন রাখেননি। জানিয়েছেন, হয়ত ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার মতো উপযুক্ত অভিনেতা তিনি নন।

৪৯ বছরের এ অভিনেতা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ২৫ বছরের দীর্ঘ চলচ্চিত্র জীবনে যখন ফিল্মফেয়ার পুরস্কার পাননি তখন হয়ত তিনি এ পুরস্কারের যোগ্য নন। ২০১৬ সালের ফিল্মফেয়ার পুরস্কারে ‘এয়ারলিফট’ ও ‘রুস্তম’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। আর ১৯৯৫ সাল থেকে পুরো ক্যারিয়ারে ১১ বার পেয়েছেন মনোনয়ন। যার মধ্যে চার বার সেরা অভিনেতা হিসেবে। অবশ্য সেরা অভিনেতার পুরস্কার না পেলেও ২০০২ সালে ‘আজনবি’র জন্য সেরা খলনায়ক ও ২০০৬ সালে ‘গরম মাসালা’-র জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছেন।

অক্ষয় বলেন, বছরের পর বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। আমি কখনোই সেরা অভিনেতার পুরস্কার পাইনি। তবু ঠিক আছে। হয়ত এটার উপযুক্ত নই। না, আমি এর উপযুক্ত নই বলেই এখনও পাইনি।

অক্ষয়ের পুরস্কার না পাওয়া নিয়ে টুইটারে সমালোচনাও হয় বেশ। বিশেষ করে সুলতান-এর সালমানের মনোনয়নের সমালোচনা ছিল প্রবল। যদিও পুরস্কারটি বগল দাবা করেছেন দাঙ্গাল-এর আমির খান।

অক্ষয় নিজে অবশ্য হতাশাকে দূরে ঠেলে নিজের নতুন ছবি নিয়েই বেশি আশাবাদী। ‘জলি এলএলবি টু’ মুক্তি পেয়েছে আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। সুভাষ কাপুর পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন হুমা কুরেশি, আন্নু কাপুর ও সৌরভ শুক্লা। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…