X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইফতার টেবিলে গান বাজিয়ে সমালোচিত শিল্পা

বিনোদন ডেস্ক
০৫ জুন ২০১৮, ১০:০০আপডেট : ০৫ জুন ২০১৮, ১৯:৫২

শিল্পা শেঠি ‘কী হচ্ছে এসব! এটা কোন ধরনের ইফতার যে গান বাজাচ্ছেন’—এমন নেতিবাচক মন্তব্যে জর্জরিত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ইনস্টাগ্রাম পোস্ট। এতে এক বন্ধুর ইফতার পার্টিতে ধারণকৃত একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এর মাধ্যমে ভক্তদের আফলাতুন নামের একটি মিষ্টি খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন ৪২ বছর বয়সী এই তারকা।
শিল্পা ও তার বন্ধুরা খাবারটির স্বাদ নেওয়ার পর অক্ষয় কুমার অভিনীত ‘আফলাতুন’ (১৯৯৭) ছবির গান বাজানো হয়। তারা বসে খাওয়ার ফাঁকে ওই গানে কণ্ঠও মেলান। ভিডিওটি অনেকের অনুভূতিতে আঘাত করেছে। তাদের একজন লিখেছেন, ‘এটা কি ইফতার পার্টি নাকি তাসের পার্টি? ইফতার টেবিলে বসে কেন নাচানাচি হচ্ছে? দয়া করে কিছুটা শ্রদ্ধা প্রদর্শন করুন।’ আরেকজনের মন্তব্য, ‘শিল্পা শেঠি, দুঃখ নিয়ে বলতে হচ্ছে, এই ভিডিও পোস্ট করে মুসলমানদের ক্ষুব্ধ করেছেন।’
এক পক্ষ নিন্দা জানালেও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ভিডিওটি না দেখার আহ্বান জানিয়েছে আরেক পক্ষ। সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননি শিল্পা। তাদের মন্তব্য, ‘সবকিছুকে নেতিবাচক দেখার পরিবর্তে কেন এই ভিডিওকে বন্ধুসুলভ মনোভাব নিয়ে দেখছি না। বিশ্বজুড়ে মুসলমানদের রমজান পালনের সঙ্গে একাত্মতাই তো প্রকাশ হলো এতে।’
এর আগে নিজের ছেলে বিয়ানের জন্মদিনে একটি বৃদ্ধাশ্রমে নৈশভোজ অনুষ্ঠান করে সমালোচিত হন শিল্পা। তার এই উদ্যোগ নাকি ছিল লোকদেখানো। কিন্তু তিনি বলেন, ‘এভাবে চিন্তা করাটা দুঃখজনক। বৃদ্ধাশ্রমগুলোতে যে মানুষের সহায়তা প্রয়োজন, আমরা সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি মাত্র।’
ব্যক্তিজীবনে শিল্পপতি রাজ কুন্দ্রকে বিয়ে করেছেন শিল্পা। তার ক্যারিয়ারে আছে ‘বাজিগর’, ‘ধাড়কান’, ‘লাইফ ইন অ্যা...মেট্রো’ ও ‘আপনে’র মতো ব্যবসাসফল ছবি। তিনি এখন যোগব্যায়াম বিশেষজ্ঞ হিসেবে বেশি জনপ্রিয়।

/জেডএল/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…