X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাফিক আইন অমান্য করলেই মামলা দেবেন অক্ষয়!

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ০০:০০আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:৪৬

ট্রাফিক পুলিশের ভূমিকায় অক্ষয় কুমার উল্টোপথে প্রাইভেট কার, হেলমেট ছাড়া মোটরসাইকেল আর মোবাইল ফোনে কথা বলতে বলতে ও সিটবেল্ট না পরে গাড়ি চালালে সাবধান! এমন অনিয়ম দেখলে ট্রাফিক পুলিশের পোশাকে সামনে চলে আসবেন বলিউড তারকা অক্ষয় কুমার। এরপর তিনি কিছু নিয়ম-কানুনের কথা শুনিয়ে জরিমানার চালান ধরিয়ে দেবেন। তিনটি পৃথক বিজ্ঞাপনে এমন চিত্র দেখা গেলো। ভারতের নিরাপদ সড়ক প্রচারণার অংশ হিসেবে তৈরি হয়েছে এগুলো। ‘সড়ক সুরক্ষা জীবন রক্ষা’ থিমে সাজানো দেশটির নিরাপদ সড়ক সপ্তাহ প্রচারণায় অংশ নিয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনটি বিজ্ঞাপন একে একে শেয়ার করেন অক্ষয় কুমার। এরমধ্যে প্রথমটিতে দেখা যায়, ‘নো এন্ট্রি’ লেন লেখা রাস্তায় ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। অক্ষয় সেটি থামিয়ে চালককে কিছু কথা বলে সবশেষে শুনিয়ে দেন, ‘আপনার বাবার রাস্তা নয়!’ তার মুখের এই সংলাপ এখন অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল।

ট্রাফিক পুলিশের ভূমিকায় অক্ষয় কুমার আরেকটি ভিডিওতে হেলমেট ছাড়া দুই তরুণীকে নিয়ে মোটরসাইকেল চালাতে থাকা এক তরুণকে থামান অক্ষয়। ভিডিও তিনটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পুরোপুরি না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। সরি বলার চেয়ে নিরাপদে থাকাই শ্রেয়। নিজের ও অন্যের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, সড়কটা কারও বাবার নয়।’

এদিকে বুধবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি ‘গোল্ড’। এতে তিনি অভিনয় করেছেন ভারতের হকি দলের ম্যানেজার তপন দাস চরিত্রে। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকসে স্বাধীন জাতি হিসেবে হকিতে প্রথম স্বর্ণপদক জেতে ভারত।

* অক্ষয় কুমার অভিনীত একটি বিজ্ঞাপনের লিংক:

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…