X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?  

বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১

দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৩ সালে তিন-তিনটে ব্লকবাস্টার উপহার দিয়ে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ২০২৫-এ এসে ফের একবার ভক্তদের পাগল করতে প্রস্তুত কিং খান। এক তো সাসপেন্স থ্রিলার ‘কিং’ সিনেমার কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা।

তবে এসবের মাঝেই আরও একটা খবরে চমকে যেতে পারেন শাহরুখ ভক্তরা। খবর হলো, তৈরি হতে চলেছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল! এবার প্রশ্ন, সেখানে কি আদৌ জায়গা পাবেন শাহরুখ খান? শাহরুখ খান ২০০৪ সালে, শাহরুখ খান প্রথমবারের মতো অ্যাকশন সিনেমা ‘ম্যায় হু না’ তে ফারাহ খানের পরিচলনায় কাজ করেছিলেন। ছবিটির বানিজ্যিক সাফল্য ছিল আকাশছোঁয়া। এরপর পরপর ফারহার সঙ্গে কাজ করেন শাহরুখ খান। আসে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’। ‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখ খান ও সুস্মিতা সেন এখন শোনা যাচ্ছে, বহু বছর পর ফারহা খান ফিরতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। আর তার কমব্যাক প্রোজেক্ট হবে ‘ম্যায় হু না ২’। এখন প্রশ্ন হল, তাতে শাহরুখ খান থাকবে তো

শাহরুখ খান এবং গৌরী খানের ব্যানার, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি ছিল ‘ম্যায় হু না’। আর শাহরুখের চার্মিং রোম্যান্টিক মেজাজ, অ্যাকশন সবকিছু সিনেমাকে করে তুলেছিলো সুপারহিট। শাহরুখ খান পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, ‘ম্যায় হু না ২’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন, এবং তারপরেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে কদিন আগে ফারহা শাহরুখের সঙ্গে ফের কাজ করা নিয়ে কথা বলেছিলেন। ফারহা বলেন, ‘আমি তো চাই কাজ করতে। অনেকদিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি।’ ফারাহ খান ও শাহরুখ খান উল্লেখ্য, একসঙ্গে তারা যতবার কাজ করেছেন, শাহরুখ খানের থেকে একটি করে গাড়ি উপহার পেয়েছেন ফারহা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/সিবি/
সম্পর্কিত
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ