X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৮:০০আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২০:৪৮

এরইমধ্যে শুরু হয়ে গেছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি। তারই অংশ হিসেবে এবার ঘোষণা করা হলো স্ক্রিন-প্লে ল্যাবে চিত্রনাট্য জমা দিয়ে লাখ টাকা জিতে নেয়ার খবর।

ডিফের অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, আগামী বছর ১০-১৮ জানুয়ারি উৎসব চলাকালে ১১-১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। এই ল্যাবে চিত্রনাট্য জমা দেয়ার আহ্বান জানানো হয় ডিফের পক্ষ থেকে। 

চতুর্থবারের মতো ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব তরুণদের কাছ থেকে সিনেমার পরিকল্পনা আহ্বান করছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

ঘোষণায় জানানো হয়, জমা পড়া চিত্রনাট্যগুলোর ভেতর নির্বাচন করা হবে ১০টি চিত্রনাট্য। এরপর উৎসবে ওই চিত্রনাট্যগুলোকে আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শ পাবেন সংশ্লিষ্টরা। চূড়ান্ত দিনে অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পগুলো উপস্থাপন করবেন এবং একটি জুরি প্যানেল সেরা তিন চিত্রনাট্যকে নগদ পুরস্কার প্রদান করবে। চিত্রনাট্য লিখে লাখ টাকা পাওয়ার সুযোগ ডিফ কর্তৃপক্ষ জানিয়েছে চিত্রনাট্য নিয়ে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার : ৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার : ৩ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার : ২ লাখ টাকা।

আগামী ১ এপ্রিল থেকে চিত্রনাট্য জমা নেওয়া শুরু হবে এবং জমা দেওয়ার লিংকটি তখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে পাওয়া যাবে। (https://www.dhakafilmfestival.org)

চিত্রনাট্য যারা জমা দেবেন, তাদের অবশ্যই বিষয়ের লগলাইন, সারসংক্ষেপ, পরিচালকের বক্তব্য, ট্রিটমেন্ট এবং পরিচালকের প্রোফাইল যুক্ত করতে হবে। ল্যাব শুরুর আগের তিন মাসের ভেতর অংশগ্রহণকারীদের চিত্রনাট্যটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। প্রতিটি চিত্রনাট্য দিয়ে সর্বনিম্ন ৭০ মিনিট ব্যাপ্তির সিনেমা হতে হবে।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, প্রথমবারের মতো এই ল্যাবে এশিয়ার সব দেশের তরুণেরা প্রজেক্ট জমা দিতে পারবেন।

তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এ  আয়োজন শুরু থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতাদের তুলে ধরতে এ আয়োজন করা হয়। এখানে যে কেউ চিত্রনাট্য জমা দিয়ে অংশ নিতে পারেন।’

উল্লেখ্য, আগামী বছরের ১১-১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বসবে এই ফিল্ম হাট।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা