X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দলীয় সমর্থন পাননি, জ্যোতির টার্গেট-২০২৪

সুধাময় সরকার
১৬ জুন ২০১৬, ১৮:০৮আপডেট : ১৮ জুন ২০১৬, ১৬:৫৯

জ্যোতিকা জ্যোতি। ময়মনসিংহ-৩ এর গৌরিপুর আসনের জন্য উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
গতকাল বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয় থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন। বলেন, দলীয় সমর্থন পেলে তিনি তার নির্বাচনী বিজয় নিয়ে আশাবাদী। তবে দলীয় সমর্থনের বাইরে আগ্রহী নন।
না, শেষ পর্যন্ত দলীয় সমর্থন পাননি তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গণভবন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় জ্যোতিকে। বলা হয়, আগামীর জন্য প্রস্তুত হতে। একই আসনের জন্য দলীয় সমর্থন দেওয়া হয় নাজিমউদ্দিন আহমেদকে।
জ্যোতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনই দলীয় সমর্থন পাবো, নির্বাচন করবো- তেমন আশা মোটেই ছিলো না। তবে এলাকার মানুষের চাপে-আগ্রহে-ভালোবাসার দাবিতে শেষ মুহূর্তে মনোয়ন পত্র সংগ্রহ করি। গেল দুই দিনে এই বিষয়ে যেটুকু অভিজ্ঞতা হয়েছে- সেটা অতুলনীয়। এই অভিজ্ঞতা আগামীর পথে কাজে লাগবে।’
আরও বলেন, ‘নাজিমউদ্দিন ভাই দলীয় সমর্থন পেয়েছেন। এতে আমি খুব খুশি। উনি অনেক সিনিয়র একজন মানুষ। তারই সমর্থন প্রাপ্য ছিল। তার জন্য আমার শুভকামনা থাকলো।’
আরও পড়ুন: গৌরিপুরের মনোনয়ন চান জ্যোতি

তবে কি সমর্থন না পেয়ে রাজনীতির মাঠে খানিক নিরুৎসাহিত হলেন? মানে শুরুতেই হোঁচট খাওয়ার মতো নয় কি? জবাবে জ্যোতি বলেন, ‘দেখুন কোনও পথই কণ্টকমুক্ত নয়। এই যে অভিনয় করছি, প্রতিনিয়ত যুদ্ধ করেই করছি। গেল দুই-তিন দিনে নতুন একটা পৃথিবী ঘুরে এসেছি। আমি প্রতিনিয়ত শিখছি। সেই আগ্রহ আমার আছে।’
কথায় কথায় জ্যোতি জানান, ২০১৯ সালে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। না, সেই আসরেও যোগ দিচ্ছেন না তিনি। আজ অথবা এখন থেকে তার দৃষ্টি তারও পরে। অস্ফুট স্বরে বলেই ফেললেন, ‘টার্গেট-২০২৪’। হতেও পারে, এটা তার প্রথম রাজনৈতিক হোঁচটের প্রতিধ্বনি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’