X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অপু ও ভিনদেশি নায়ক...

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৭:৩৭আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:৪৫

অপু বিশ্বাস। আপাতত ‘আত্মগোপনে’ থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস চলচ্চিত্রে আসেন আমজাদ হোসেনের 'কাল সকালে' ছবির মাধ্যমে। নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এফ আই মানিকের 'কোটি টাকার কাবিন' (২০০৬) ছবিতে। এই ছবির অবিশ্বাস্য সাফল্য রাতারাতি তারকায় পরিণত করে অপুকে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর এই জুটি সত্তরটির বেশি ছবিতে অভিনয় করেছেন। যা বিশ্ব চলচ্চিত্রে জুটি প্রথার রেকর্ড বলা চলে।
ক্যারিয়ারের প্রথম দিকে প্রায় সব নায়কের সঙ্গে অভিনয় করলেও অপু বিশ্বাস গত ৫ বছরে শাকিব খান ছাড়া আর কোনও নায়কের সঙ্গে অভিনয় করেননি।
শাকিব ছাড়া অপুর প্রথম ছবি রাজ্জাকের পরিচালনায় 'আমি বাঁচতে চাই'। এ ছবিতে সম্রাটের অভিষেক হয় অপুর বিপরীতে। একইভাবে ইমনের অভিষেক হয় ইস্পাহানি আরিফ জাহানের 'এক বুক ভালোবাসা' ছবিতে। নিরবের অভিষেক হয় শাহিন সুমনের 'মন যেখানে হৃদয় সেখানে' ছবিতে। আদনানের অভিষেক হয় গাজী মাজহারুল আনোয়ারের 'পাষাণের প্রেম' ছবিতে। এই ৪ জন নায়কের অভিষেক ঘটেছে অপু বিশ্বাসের বিপরীতে। ছবিগুলো কম-বেশি সাফল্যও লাভ করেছে।
সিনিয়র নায়কদের মধ্যে মান্নার বিপরীতে প্রথম অভিনয় করেন রেজা লফিতের 'মা বাবার স্বপ্ন', সাফি ইকবালের 'মেশিনম্যান' এবং এফ আই মানিকের 'পিতা মাতার আমানত' ছবিতে। সব ছবিই ব্যবসাসফল।
অমিত হাসানের বিপরীতে শাহাদাৎ হোসেন লিটনের 'তুমি স্বপ্ন তুমি সাধনা' এবং শাহিন সুমনের 'কে আপন কে পর' ছবিতে অভিনয় করেন অপু। আমিন খানের বিপরীতে জয়নাল আবেদীনের 'পৃথিবী টাকার গোলাম' ছবিতে অভিনয় করেন অপু। ফেরদৌস ও রিয়াজের বিপরীতে অভিনয় করেন দেবাশীষ বিশ্বাসের 'শুভ বিবাহ' এবং মোহাম্মদ হোসেন জেমীর 'বাজাও বিয়ের বাজনা' ছবিতে। কাজী মারুফের বিপরীতে তিনি অভিনয় করেন আহমেদ নাসিরের 'গরীবের ছেলে বড়লোকের মেয়ে' ছবিতে।
অপুর নায়কেরা। গেল ১০ বছরের ক্যারিয়ারে মোট ১১ জন নায়কের বিপরীতে পর্দায় এসেছেন অপু। টানা পাঁচ বছর পর তিনি ফের নতুন নায়কের মুখোমুখি হয়েছেন। এই নায়ক হচ্ছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। ক্রম হিসেবে ১২ নম্বর নায়ক হিসেবে যুক্ত হয়েছেন অপুর ক্যারিয়ারে। এই নায়কের বিপরীতে অপু অভিনয় করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'সম্রাট' ছবিতে।
অপুর ১২তম নায়ক ইন্দ্রনীল। অপুর সর্বাধিক ছবির নায়ক শাকিব খান। তিনিও আছেন এই ছবিতে। তার সঙ্গে এবার যোগ হয়েছেন ইন্দ্রনীল। রোজার ঈদে মুক্তি পাচ্ছে 'সম্রাট'। ছবিতে অপু বিশ্বাসের বদলে যাওয়া নিয়ে আলোচনা চলছে সিনেমাপাড়ার সর্বত্র। অনেকেই মনে করছেন, অপুর নবজন্ম ঘটবে 'সম্রাট'-এ। চলমান অন্তর্ধান ভেঙে যদি তিনি চলচ্চিত্রে আর না ও ফেরেন।

দেখুন ‘সম্রাট’ এর টিজার:

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!