X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুলিৎজারজয়ী নাট্যকার অ্যালবির প্রয়াণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২২

এডওয়ার্ড অ্যালবি। পুলিৎজার পুরস্কারজয়ী প্রখ্যাত নাট্যকার এডওয়ার্ড অ্যালবি মারা গেছেন। মৃত্যুকালে এই মার্কিন নাট্যকারের বয়স হয়েছিল ৮৮ বছর।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অ্যালবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তখন লং আইল্যান্ডের মনটোকে তার গ্রীষ্মকালীন বাগানবাড়িতে অবকাশ যাপন করছিলেন। তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, আর কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন বলে অ্যালবির সহায়ক জ্যাকব হোল্ডার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

জ্যাকব আরও জানান, মৃত্যুর সময় তিনি বাড়িতে একা ছিলেন না। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। মৃত্যুর কারণ সম্পর্কেও কিছু জানানো হয়নি।

১৯৯৬ সালে অ্যালবি ন্যাশনাল মেডেল অব দি আর্টস-এ ভূষিত হন। তিনি তিনবার পুলিৎজার পুরস্কার জয় করেছিলেন। ‘অ্যা ডেলিকেট ব্যালান্স’-এর জন্য ১৯৬৭ সালে, ‘সিস্কেইপ’-এর জন্য ১৯৭৫ সালে এবং ‘থ্রি টল উইম্যান’-এর জন্য ১৯৯১ সালে এই পুরস্কার অর্জন করেছিলেন।

কয়েকবছর আগে অ্যালবির শরীরে বড় ধরনের অস্ত্রোপচার হয়। তার আগে তিনি একটি ছোট্ট বিবৃতি লেখেন, যা তার মৃত্যুর পর প্রকাশিত হওয়ার কথা ছিল।

তিনি লিখেছিলেন, ‘যারা আমার এই জীবনকে চমৎকার, উত্তেজনাপূর্ণ এবং পরিপূর্ণ করে তুলেছিলেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা।’

অ্যালবির দীর্ঘসময়ের সঙ্গী ভাস্কর জোনাথন থমাস ২০০৫ সালে ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

নাট্যকার আর্থার মিলার ও উইলসনের মৃত্যুর পর থেকে তাকেই যুক্তরাষ্ট্রের জীবিত নাট্যকারদের মধ্যে শ্রেষ্ঠতম বলে মনে করা হতো। মিলার ২০০৫ সালে এবং উইলসন চলতি বছরের আগস্টে মৃত্যুবরণ করেন।

অ্যালবির নাটকগুলোর মাঝে প্রায়ই আনন্দহীন রসবোধের বিচ্ছুরণ দেখতে পাওয়া যায়। দাম্পত্য, ধর্ম, প্রেম, বেড়ে ওঠা শিশু এবং মার্কিন জীবনযাপন পদ্ধতির অন্ধকার নানা দিকের উন্মোচন ছিল অ্যালবির রচনায়।

শিল্প সম্পর্কে অ্যালবি তার জীবনীলেখককে বলেন, ‘শিল্পকে কোনও ফর্ম-এর দেওয়ালে আবদ্ধ করা যায় না। তা সীমার ঊর্ধ্বে ছড়াতে পারে। সেইসঙ্গে আমাদের এ সম্পর্কিত ধারণা পাল্টে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি শান্তিপূর্ণ শিল্পকে অবজ্ঞা করি।’  

অ্যালবির সবচে জনপ্রিয় নাটক, “হু’জ অ্যাফ্রেড অব ভারজিনিয়া উলফ?”। সেখানে মার্কিন মধ্যশ্রেণির জীবন, প্রেম-যৌনতা-বিয়ে-সংকট নিয়ে ব্যাপক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নাটকটির জন্য ১৯৬৩ সালে পুলিৎজার পুরস্কার প্রদানে অস্বীকৃতি জানানো হয়। পুরস্কারের বিচারকরা নাটকটিকে ‘যথেষ্ঠ উঁচুমানসম্পন্ন’ নয় বলে উল্লেখ করেন। নাটকের যৌনতা বিষয়ক ব্যাখ্যা ও অপবিত্রতাকে এর জন্য দায়ী করেন তারা।

তবে “হু’জ অ্যাফ্রেড অব ভারজিনিয়া উলফ?” শ্রেষ্ঠ নাটক হিসেবে টনি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। পরে এই নাটক অবলম্বনে ছবি নির্মাণ করা হয়। এতে অভিনয় করেন রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেইলর।

সূত্র: রয়টার্স, বিবিসি।

/এসএ/এমএম/

সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)