X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
শুভ জন্মদিন

নায়করাজকে নিয়ে টিভি আয়োজন

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ০০:০৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩

‘আমার ছবি’র বিশেষ পর্বে নায়করাজের মুখোমুখি শফিউজ্জামান খান লোদী/ ছবি: চ্যানেল আই আজ (২৩ জানুয়ারি) দেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন।

এই উপলক্ষে চ্যানেল আইতে আজ বেলা সাড়ে ১২টায় ‘তারকাকথন’ অনুষ্ঠানে অংশ নেবেন নায়করাজ। তার জন্মদিন উপলক্ষে বিশেষভাবে আয়োজন করা হয়েছে এটি। বরাবরের মতোই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

এটি পরিচালনা করবেন অনন্যা রুমা।

চ্যানেল আই আরও কয়েকটি অনুষ্ঠান এদিন প্রচার করবে নায়করাজের জন্মদিনকে স্মরণ করে। এদিন বেলা ১টা ৫ মিনিটে থাকছে রাজ্জাক অভিনীত ছবির গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’, পরিচালনায় এস আরমান। বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘পিতার আসন’। পরিচালনায় এফ আই মানিক। অভিনয়ে সুচরিতা, আমিন খান, অপু, শাকিব খান, নিপুণ, আলীরাজ, আদিল, সুব্রত, মর্জিনা, নাসরিন, ডন, কাজী হায়াৎ, ডিপজল, শিশুশিল্পী সান প্রমুখ।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে রাজ্জাকের অংশগ্রহণে ‘আমার ছবি’র বিশেষ পর্ব, উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী।

নায়করাজের জন্মদিন উপলক্ষে দেশের অন্য টিভি চ্যানেলগুলোও বিশেষ অনুষ্ঠান ও সিনেমা প্রচার করবে সারাদিন।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের আজকের এই দিনে (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গে কলকাতার টালিগঞ্জে।

তার জন্মদিনে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা