X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৫৯তম গ্র্যামি, ‘হ্যালো’ এবং অ্যাডেল

জনি হক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৫

অনুষ্ঠানে পাঁচটি পুরস্কার হাতে অ্যাডেল ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস থেকে বিজয়ীর বেশে ফিরলেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আসরে পাঁচটি পুরস্কার জিতলেন তিনি। যার সবই সামনের সারির।

অ্যাডেলের গাওয়া সাড়াজাগানো ‘হ্যালো’-ই জিতেছে তিনটি পুরস্কার। বিভাগগুলো হলো- সং অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার ও বেস্ট পপ সলো পারফর্ম্যান্স। ২৮ বছর বয়সী এই তারকার ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবাম অব দ্য ইয়ার এবং সেরা পপ ভোকাল অ্যালবাম হিসেবেও পুরস্কৃত হয়েছে।

সবশেষ ২০১৪ সালের ৫৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘স্কাইফল’ গানের জন্য বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া বিভাগে পুরস্কৃত হন অ্যাডেল। আর ২০১২ সালে ‘টোয়েন্টি ওয়ান’ অ্যালবাম ও এর গানের সুবাদে ছয়টি গ্র্যামি জিতে ইতিহাস গড়েছিলেন তিনি।
এবারের আসরে পুরস্কার নেওয়ার পাশাপাশি গানও গেয়েছেন অ্যাডেল। প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘হ্যালো’ ও ‘ফাস্ট লাভ’ গান দুটি পরিবেশন করেন তিনি।
যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্টেপলস সেন্টারে রবিবার (১২ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামির এবারের আসর।
সেরা মিউজিক ভিডিও: ফরমেশন (বিয়ন্সে) এবারের আসরে অ্যাডেলের বাইরে যমজ সন্তানের মা হতে চলা মার্কিন গায়িকা বিয়ন্সের ‘ফরমেশন’ সেরা মিউজিক ভিডিও এবং তার ‘লেমোনেড’ সেরা আরবান কন্টেমপরারি অ্যালবামের পুরস্কার পেয়েছে।
একই আসরে প্রয়াত তারকা ডেভিড বোওয়ি তার ‘ব্ল্যাকস্টার’ অ্যালবামের সুবাদে জিতেছেন পাঁচটি মরণোত্তর গ্র্যামি। এ ছাড়া চান্স দ্য র‌্যাপারের হাতে উঠেছে তিনটি পুরস্কার।
এবারের আসরে পুরস্কার প্রাপ্তদের তালিকা:
রেকর্ড অব দ্য ইয়ার: হ্যালো (অ্যাডেল)
সং অব দ্য ইয়ার: হ্যালো (অ্যাডেল)
অ্যালবাম অব দ্য ইয়ার: টোয়েন্টি ফাইভ (অ্যাডেল)
সেরা নতুন শিল্পী: চান্স দ্য র‌্যাপার
সেরা পপ সলো পারফর্ম্যান্স: হ্যালো (অ্যাডেল)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: স্ট্রেসড আউট (টোয়েন্টি ওয়ান পাইলট)
সেরা মিউজিক ভিডিও: ফরমেশন (বিয়ন্সে)
সেরা নতুন শিল্পী: চান্স দ্য র‌্যাপার সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: দ্য কালার পারপেল
সেরা মিউজিক ফিল্ম: দ্য বিটলস: এইট ডে এ উইক দ্য টুরিং ইয়ারস (দ্য বিটলস)
সেরা ট্রাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: সামারটাইম (উইলি নেলসন)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: স্কিন (স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলো)
সেরা ড্যান্স রেকর্ডিং: ডোন্ট লেট মি ডাউন (দ্য চেইনস্মোকারস)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: জোলেনে (প্যানটাটোনেক্স ও ডলি পরটন)
সেরা কান্ট্রি সং: হাম্পেল অ্যান্ড কাইন্ড (লোরি ম্যাককেনা (গীতিকার) টিম ম্যাকগ্রো)
সেরা ল্যাটিন রক/আরবান/অল্টারনেটিভ অ্যালবাম: ইলেভিটেবল (ইলে)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম: অ্যান বেসিটো ম্যাস (জেসে এবং জয়)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল): ব্ল্যাকস্টার
সেরা র‌্যাপ সং: হটলাইন ব্লিং (আব্রে গ্রাহাম, পল জেফেরিস এবং ড্রেক (গীতিকার)
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ব্ল্যাকস্টার (ডেভিড বোয়ি)
সেরা রক সং: ব্ল্যাকস্টার (ডেভিড বোয়ি)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: লালাহ হ্যাথওয়ে (লালাহ হ্যাথওয়ে লাইভ)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: লেমোনাডে (বিয়ন্সে)
আবেগে কাঁদছেন অ্যাডেল... সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: ক্রেনস ইন দ্য স্কাই (সোলাং)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: লেক বাই দ্য ওসিন (হড ডেভিড, মাসজে)
সেরা কান্ট্রি সলো পারফর্ম্যান্স: মাই চার্চ (মেরিন মোরিস)
সেরা কান্ট্রি অ্যালবাম: অ্যা সোলাসস গাউড টু আর্থ (স্টারগিল সিম্পসন)
সেরা পপ ভোকাল অ্যালবাম: টোয়েন্টি ফাইভ (অ্যাডেল)
সেরা র‌্যাপ অ্যালবাম: কালারিং বুক (চান্স দ্য র‌্যাপার)
সেরা রক পারফর্ম্যান্স: নো প্রবলেম (চান্স দ্য র‌্যাপার)
সেরা রক অ্যালবাম: টেল মি আই অ্যাম প্রিটি (কেজ দ্য এলিফেন্ট)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: অ্যাঞ্জেল (লালাহ হ্যাথওয়ে)
এমন আরও অসংখ্য বিভাগে পুরস্কৃত করা হয়েছে এবারের আসরেও।
অনুষ্ঠানে গাইছেন অ্যাডেল, হ্যালো...


/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!