X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হ‌ুমায়ূনের ‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল-জয়া

মাহমুদ মানজুর
১৫ মার্চ ২০১৭, ১৪:৩৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১০:৩১

হ‌ুমায়ূন আহমেদ, জয়া ও চঞ্চল শুরুতেই সরল প্রশ্ন, ‘আয়নাবাজি’র সিক্যুয়েল করছেন না? মানে প্রশ্নটির অন্তর্নিহিত ভাব এমন ছিল, সুপটারহিট ছবিটির সিক্যুয়েল চলতি বছরের মধ্যেই মুক্তি দেওয়া উচিত!
অতি আকাঙ্ক্ষা নিয়ে করা এমন প্রশ্নের বিপরীতে জনাব শরাফাত করিম আয়না তথা চঞ্চল চৌধুরীর উত্তর একেবারেই শীতল ও নির্মোহ।
বললেন, ‘‘না, ‘আয়নাবাজি’র সিক্যুয়েল হবে না। যেমন হয়নি ‘মনপুরা’র। আমার অভিজ্ঞতা বলে, এই ছবিগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের কাজকে নিজেরা প্রচণ্ড সম্মান করেন। ফলে ‘আয়নাবাজি’র চলমান জনপ্রিয়তাকে পুঁজি করে এটির কিস্তি নির্মাণের কোনও সম্ভাবনা নেই বলেই আমি জানি।’’
তাহলে!
চঞ্চল চমকে দিয়ে বললেন, ‘‘তাহলে আর কী! এখন আমি রাত-দিন নতুন আরেকটি ছবিতে ডুবে আছি। আমার নতুন ছবির নাম ‘দেবী’। নিশ্চয়ই জানেন, এটি নন্দিত সাহিত্যিক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ছবিটি সরকারি অনুদানও পেয়েছে।’’

চঞ্চল চৌধুরী এমন তথ্য বাংলা ট্রিবিউনকে দিয়েছেন আরও এক মাস আগেই। তবে এই ছবির অন্যতম মুখ এবং প্রযোজক জয়া আহসান তখন অনুরোধের সুরেই বলেছেন, পুরো ছবির সূচি চূড়ান্ত না করে সংবাদটি আগাম প্রকাশ করতে চাইছেন না তিনি।
অতঃপর আজ, বুধবার (১৫ মার্চ) জয়া আহসান ‘দেবী’র খবর চূড়ান্তভাবে জানালেন বাংলা ট্রিবিউনকে। বললেন, ‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল অভিনয় করছেন হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি মিসির আলি চরিত্রে। আর তিনি থাকছেন রানু চরিত্রে।

যারা উপন্যাসটি পড়েছেন- তারা নিশ্চইয় এতক্ষণে ধরে ফেলেছেন চরিত্র দুটির ধার।
প্রসঙ্গত, এবারই প্রথম কোনও চলচ্চিত্রে জয়া ও চঞ্চল চৌধুরী  অভিনয় করছেন একসঙ্গে।
জয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘দেবী’তে তার (রানু) স্বামী আনিসের চরিত্রে অভিনয় করছেন নির্মাতা অনিমেষ আইচ।
এদিকে উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রসঙ্গে জয়া বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে অনুমোদন ও সরকারের অনুদান প্রাপ্তির পর থেকেই আমরা এটি নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এটির শুটিং শুরু হচ্ছে।’  
জয়া আরও বলেন, ‘‘আশা করছি, দারুণ ‍কিছু হবে। আমরা শতভাগ চেষ্টা করবো হ‌ুমায়ূন স্যারের মূল উপন্যাসের বিষয়টি ধরে রাখতে। আর এটি নির্মাণ করছেন ‘আয়নাবাজি’র সংলাপ-চিত্রনাট্যকার অনম বিশ্বাস। তার ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে।’’
সরকারি অনুদানের পাশাপাশি ছবিটির প্রযোজক হিসেবে আছেন জয়া আহসান। তার ‘সি-তে সিনেমা’ ব্যানার থেকে এটি নির্মিত হচ্ছে।
‘দেবী’র অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!