X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম)

বিনোদন ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ১৯:৫৭আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৩:৫৪

গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাংকন অনুষ্ঠান ১১তম ‘আইএফআইসি ব্যাংক রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

রবিবার সকাল ১১টা ১০ মিনিটে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইএফআইসি ব্যাংকের ডিএমডি হাইকেল হাশমী ও রায়হানুল আমীন, চিত্রশিল্পী হাশেম খান, মোস্তফা মনোয়ারসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনরা।

গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ও তার সুরসপ্তকের সদস্যরা।

অনুষ্ঠান দেখতে আসেন বিদেশী অতিথিসহ দেশের বিশিষ্টজনরা। অতিথিরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) মুক্তিযুদ্ধের চিত্রাকংন করেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, মোস্তফা মনোয়ার, সৈয়দ ইকবাল, সমরজিৎ রায় চৌধুরী, আবদুস শাকুর, জাহিদ মুস্তাফা, আবদুল মান্নান, শেখ আফজাল, বীরেন সোম, রফি হক, রেজাউন নবী, সোহানা শাহরীন, সৈয়দ জাহিদ ইকবাল, মোঃ জহির উদ্দিন, হামিদুজ্জামান খান, অশোক কর্মকার, সৈয়দ লুৎফল হক প্রমুখ।
গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) এ সময় তারা অংকিত চিত্রগুলোর বিস্তারিত উপস্থাপন করেন। চিত্রাংকন শেষে চিত্রশিল্পীদের পক্ষে মোস্তফা মনোয়ার ছবিগুলো তুলে দেন ফরিদুর রেজা সাগরের হাতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রযোজনা করেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম)
পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। এ ছাড়া চিত্রাংকনে অংশ নিয়েছে অনেক শিশু-কোশার। তাদের হাতে সনদপত্র বিতরণ করেন জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু।
গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ (অ্যালবাম) /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...