X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সোহানের কণ্ঠে শাসনের সুর!

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ১৮:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৯:০৫

শাকিব ও সোহান ১৯৯৯ সালে পর্দায় আসে চলচ্চিত্র ‌‘অনন্ত ভালোবাসা’। সোহানুর রহমান সোহানের হাত ধরেই এ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ নায়ক শাকিব খানের। এরপর আরও দু’একটি ছবিতে কাজ করেছেন তারা দুজন।

এদিকে সম্প্রতি পরিচালকরা সাংগঠনিকভাবে শাকিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ঘোষণা দিয়েছেন বয়কটের। বিষয়টি নিয়ে এবার কথা বললেন সোহান।
মূলত গেল দু’দিন ধরে ফেসবুকে এই জনপ্রিয় পরিচালকের একটি কমেন্ট প্রচার করা হচ্ছে শাকিব ভক্তদের পক্ষ থেকে, যেখানে সোহানের ভাষ্য, ‌‘শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবেধন নীলমণি। এক শাকিব দিয়ে চলছে ইন্ডাস্ট্রি। এখনও শাকিব খানের অবস্থানটা কেউ নিতে পারেননি।’
তাই শাকিব ও চলচ্চিত্র সমিতির চলমান দ্বন্দ্বের বর্তমান অবস্থান সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়েছিল।
সোহান বাংলা ট্রিবিউনের কাছে দু’পক্ষকেই দুষলেন।
বললেন, ‌‘শাকিব একজন জনপ্রিয় অভিনেতা। তার কোনোভাবেই উচিত হয়নি পরিচালকদের হেয় করা। কারণ তার অতীত ভুলে যাওয়াটা ঠিক হবে না। তার উচিত পরিচালক সমিতির কাছে দুঃখ প্রকাশ করা। এটা মনে রাখা উচিত, কারও জন্য কিছু থেমে থাকে না। আর ইন্ড্রাস্ট্রি তো নয়ই।’
পাশাপাশি পরিচালক সমিতি সম্পর্কে বলেন, ‌‘পরিচালক সমিতিরও উচিত ছিল বিষয়টি অন্যভাবে নিয়ন্ত্রণ করা। এভাবে আগে উকিল নোটিশ না দিয়ে একসঙ্গে বসে সমাধান করা উচিত ছিল। তবে পরিচালক সমিতির পক্ষ থেকে দৃঢ় অবস্থানেরও দরকার ছিল। যা তারা করেছে।’
প্রসঙ্গত, ২৪ এপ্রিল শীর্ষ এ নায়ককে পরিচালক সমিতির পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়। এরপরই একই দিন সমিতির প্যাডে নতুন ঘোষণা দেওয়া হয় শাকিব খানকে বয়কটের।
সেখানে বলা হয়, ‌‘সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় উক্ত বিষয়ের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।’

এদিকে আজ (২৯ এপ্রিল) বিকালে বিএফডিসির পরিচালক সমিতিতে ‘শাকিব ইস্যু’ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পরিচালক, প্রযোজক, শিল্পী সমিতিসহ অন্যান্য সমিতি। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
/এম/এমএম/

* শাকিব ‘চক্রান্ত’র বিরুদ্ধে মানববন্ধনের ডাক

 

* বয়কট-চক্রান্ত: শাকিব টানলেন ২১ বছর আগের সালমানকে

* শাকিব খানকে বয়কট করার জন্য বিজ্ঞপ্তি

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!