X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লাজুক স্বভাব, নাকি বিষণ্নতার বহিঃপ্রকাশ?

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৬ মে ২০১৭, ০০:৪৫আপডেট : ২৬ মে ২০১৭, ০০:৫১

লাজুক স্বভাব, নাকি বিষণ্নতার বহিঃপ্রকাশ? ক্যামেরার সামনে অভিনেত্রীদের সঙ্গে যতই ঘনিষ্ঠ হন না কেন, বাস্তবে ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন যে পুরোপুরি লাজুক ছেলে তা একটু একটু করে বোঝা যাচ্ছিল। তার হাসিতে দেখা গেল শিশুসুলভ একটা ব্যাপার।

বৃহস্পতিবার (২৫ মে) পালে দো ফেস্টিভাল ভবনের সংবাদ সম্মেলন কক্ষের পুরোটা সময়ই চুপচাপ বসেছিলেন প্যাটিনসন। চোখ সারাক্ষণই ছিল টেবিলে। সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার বেলায় ছিলেন জড়োসড়। মাঝে মধ্যে আড়মোড়া ভেঙেছেন কিছুক্ষণের জন্য।

অথচ যে ছবির জন্য প্যাটিনসনের আসা, সেই ‘গুড টাইম’-এ তিনি রীতিমতো ব্যাংক ডাকাত! থ্রিলারধর্মী ছবিটি পরিচালনা করেছেন আমেরিকান দুই ভাই জশ স্যাফডি ও বেনি স্যাফডি। এর প্রধান দুই চরিত্রও সম্পর্কে ভাই। ব্যাংক লুটপাট করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর দুই ভাই নিক ও কনির রুদ্ধশ্বাস যাত্রা উঠে এসেছে কাহিনিতে।
নিউইয়র্কের অন্ধকার জগতকে তুলে ধরতে চেয়েছেন স্যাফডি ভ্রাতৃদ্বয়। এর আগে নিজেদের শহরকে ঘিরে ‘ম্যাড লাভ ইন নিউইয়র্ক’ বানিয়ে প্রশংসা কুড়ান তারা।

‘গুড টাইম’ ছবিতে ১৯৭৬ সালের পাম দ’র জয়ী মার্টিন স্করসিসের ‘ট্যাক্সি ড্রাইভার’-এর প্রভাব রয়েছে। এর মূল চরিত্র মানসিক অস্থিরতার ব্যাধিতে আক্রান্ত। এ ভূমিকায় রবার্ট প্যাটিনসনের অভিনয় মনে করিয়ে দেয় ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবির ট্র্যাভিস বিকেল চরিত্রকে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৮টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। একই স্থানে দুপুর ১২টায় ছিল এর একটি প্রদর্শনী। এখানেই রাত রাত সাড়ে ১২টায় আবার দেখানো হবে এটি। এছাড়া সাল দুবুসিতে সকাল সাড়ে ৮টায় প্রদর্শিত হয়েছে ছবিটি।

সংবাদ সম্মেলনে প্যাটিনসন ছাড়াও পরিচালকদ্বয়ের সঙ্গে ছিলেন অভিনেতা বাডি ডিউরেস, অভিনেত্রী তালিয়া ওয়েবস্টার, চিত্রনাট্যকার রোনাল্ড ব্রনস্টেইন, প্রযোজকদ্বয় অস্কার বয়সন ও সেবাস্তিয়ান বিয়ার।

লাজুক স্বভাব, নাকি বিষণ্নতার বহিঃপ্রকাশ? অন্যরা সাবলীল থাকলেও চুপচাপ স্বভাবের প্যাটিনসনের দিকেই ছিল সবার নজর। ৩১ বছর বয়সী ব্রিটিশ এই তারকার প্রাক্তন প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবিও দেখানো হয়েছে কানের ৭০তম আসরে। কে জানে তার জন্য এখনও রবার্টের মন ব্যাকুল কিনা! তিনি সকাল ১১টায় সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে চেয়ারে বসতেই ‘রবার্ট’ বলে ডাকলাম। তিনি তাকালেন। তার মুখ টিপে হাসির আড়ালে যেন বিরহের সুর!

সবশেষে বাংলা ট্রিবিউনের নোটপ্যাডে অটোগ্রাফ দেওয়ার সময়ও রবার্ট প্যাটিনসন চুপচাপ। এটা কি তার লাজুক স্বভাব, নাকি বিষণ্নতার বহিঃপ্রকাশ জানা হলো না! সাংবাদিকদের কানাঘুষায় শুনলাম, ক্রিস্টেনের বিহনে তিনি হয়ে গেছেন এমন স্থির! এজন্যই প্রেমের আরেক নাম বেদনা!

/জেএইচ/এমএম/

সম্পর্কিত
জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
কান উৎসব ২০২৪জাপানি চিত্রকর্ম এবং আরব বংশোদ্ভূত অভিনেত্রী!
৭৭তম কান মাতাবে ‘ফিউরিওসা’
৭৭তম কান মাতাবে ‘ফিউরিওসা’
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
এবারের কান উৎসব শুরু ও শেষ হবে ওনার কথায়!
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
১৯ বছর বয়সে কানে চমকে দেওয়া সেই পরিচালক এবার গুরুদায়িত্বে
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!