X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিলেটের রাতারগুল-জৈন্তাপুরে পরীমনি

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৫:৩৪আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:৫৮

জৈন্তাপুর পাহাড়ে দোলনায় দুলছেন পরীমনি সিলেটের নৈসর্গিক স্থান রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও জৈন্তা-খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জৈন্তাপুর থেকে ঘুরে এলেন পরীমনি। না, কোনও সিনেমার গানের শুটিংয়ের জন্য তার এই সফর ছিলো না।

পরী জানান, সম্প্রতি তিনি এই দুটি নৈসর্গিক লোকেশনে ঘুরে এসেছেন একটি বিজ্ঞাপনচিত্রের সুবাদে। সেখানে তাকে নিয়ে নির্মিত হয় প্রাণ চাটনির একটি বিজ্ঞাপনচিত্র।

নাফিজ রেজার পরিচালনায় বিজ্ঞাপনটির নির্মাণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। জুলাইয়ের মাঝামাঝিতে বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচার শুরু হবে।

নির্মাতা জানান, বিজ্ঞাপনটি নির্মাণের জন্য সিলেটের সবচেয়ে জনপ্রিয় দুটি লোকেশন বেছে নেওয়া হয়। ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে প্রাণ প্রোডাকশন হাউজের ব্যানারে।

এদিকে পরীমনি বলেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে আমার ভালো লাগে। প্রোডাক্ট ও বিজ্ঞাপনের চিত্রনাট্য ভালো লাগায় এবার চাটনির বিজ্ঞাপনটিতে কাজ করেছি। আশা কারি দর্শকদের কাছেও এটি ভালো লাগবে। আর অসম্ভব দুটি সুন্দর লোকেশনে কাজটি করে মনটা ভরে গেল আমার।’

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা